ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

স্যামসাংয়ের দুটি স্মার্টফোন বাজারে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ১ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের বাজারে জে সিরিজের নতুন ও সাশ্রয়ী মডেল জে৪+ এবং জে৬+ অবমুক্ত করেছে স্যামসাং। প্রিমিয়াম গ্লাসব্যাক ফিনিশ প্রথমবারের মতো জে সিরিজের ডিভাইসে ব্যবহার করা হয়েছে। তরুণ স্মার্টফোন ব্যবহারকারীরা গোল্ডেন, ব্ল্যাক ও ব্লু’র মধ্যে থেকে জে৪+ কিনতে পারবেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

৬ ইঞ্চির ট্রু এইচডি+ ইনফিনিটি ডিসপ্লে এবং বিল্ট-ইন ডলবি অ্যাটমস অডিও ইঞ্জিনের মাধ্যমে গ্যালাক্সি জে৪+ ও গ্যালাক্সি জে৬+-এর অডিও-ভিজ্যুয়ালের অভিজ্ঞতা হবে অনন্য।

গ্যালাক্সি জে৪+ ডিভাইসটির পেছনে ১৩, সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করা হয়েছে। গ্যালাক্সি জে৬+-এ দেওয়া হয়েছে ১৩+৫ মেগাপিক্সেলের ডুয়াল লেন্সসমৃদ্ধ রিয়ার ক্যামেরা। এছাড়া ডিভাইসটির সামনে সেলফি ফ্ল্যাশের ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যুক্ত করা হয়েছে।   

স্যামসাং গ্যালাক্সি জে৪+ এবং জে৬+ যথাক্রমে ১৫ হাজার ৯৯০ এবং ১৮ হাজার৯৯০ টাকায় বিক্রি হচ্ছে। 

নিউজওয়ান২৪/জেডএস

মোবাইল-পিসি-টেক বিভাগের সর্বাধিক পঠিত