ঢাকা, ২৯ মার্চ, ২০২৪
সর্বশেষ:

স্কুলে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৫, ২৫ জানুয়ারি ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে রাজধানীর মিরপুর-১ এর শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে সিদ্দিক (৩৭) নামে একজনের মৃত্যু হয়েছে। 

আহত হয়েছে প্রতিষ্ঠানটির এক শিক্ষার্থী। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি উইনিটে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতির সময় এ দুর্ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করে দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী বলেন, ‘সিলিন্ডার বিস্ফোরণে সিদ্দিক (৩৭) নামে একজনের অবস্থা গুরুতর ছিল। তিনি মারা গেছেন।’

দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান জানান, সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর-১ এর শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুলের মাঠে বেলুন ফোলানোর জন্য গ্যাসের সিলিন্ডার আনা হয়। ওই সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে সিলিন্ডার বহনকারী সিদ্দিক গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। 

এ ঘটনায় নবম শ্রেণির একজন শিক্ষার্থী কিছুটা আহত হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।

নিউজওয়ান২৪/আ.রাফি

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত