সৌদি নৌযানে হুথিদের হামলায় সবাই নিহত
আন্তর্জাতিক ডেস্ক

ছবি সংগৃহীত
ইয়েমেনি নৌবাহিনী দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলে আগ্রাসী সৌদি বাহিনীর একটি সামরিক নৌযান ধ্বংস করেছে। এতে ওই যানে অবস্থান করা সবাই নিহত হয়েছেন।
ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বুধবার মিদি উপকূলে হামলা চালানো হয়েছে। দেশটির বিপ্লবী হুথি আনসারুল্লাহ বাহিনী এ হামলা চালায়। বন্দরনগরী হোদায়দায় সৌদি জোটের বিমান হামলার পর হুথি যোদ্ধারা এ হামলা চালাল।
তবে জোটের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, লোহিত সাগর উপকূলবর্তী কৌশলগত হোদায়দা শহরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত দুই দিনে ৮৬ ব্যক্তি নিহত হয়।
ইয়েমেনি সামরিক এবং হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, সৌদি জঙ্গিবিমান হোদায়দা বন্দরের কাছে একটি এলাকা, দুটি ফার্ম এবং হুথি আনসারুল্লাহ আন্দোলনের দুটি প্রশিক্ষণ শিবিরের ওপর বোমাবর্ষণ করলে গত ৪৮ ঘণ্টায় এসব ব্যক্তি প্রাণ হারায়।
উদ্ধারকর্মী এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান হামলায় ৭৯ জন হুথি যোদ্ধা ও ছয় বেসামরিক ব্যক্তি নিহত হয়।
নিউজওয়ান২৪/এমএম
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন