ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

সোমালিয়ায় গোলাগুলিতে নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৬, ১০ নভেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সোমালিয়ায় শুক্রবার বোমা হামলা ও গোলাগুলিতে ২৮ জন নিহত হয়েছেন। রাজধানী মোগাদিসুর বিখ্যাত শাহাফি হোটেলের সামনে দু'টি ও ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সামনে একটি বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর এলোপাতাড়িভাবে গুলি করে ২২ জনকে হত্যা করে হামলাকারীরা। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছয় হামলাকারী নিহত হন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মুহাম্মদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, হামলাকারীরা শাহাফি হোটেলে প্রবেশ করার আগেই বোমা দুটির বিস্ফোরণ ঘটায়। ফলে বাইরে দাঁড়িয়ে থাকা মানুষরাই নিহত হন।

সোমালিয়ার কুখ্যাত জঙ্গিগোষ্ঠী আল-শাবাব পরিচালিত রেডিও স্টেশন আদালুস এর মাধ্যমে তারা এ হামলার দায় স্বীকার করেছে।

উল্লেখ্য, আল-শাবাব জঙ্গিগোষ্ঠী মাঝেমাঝেই হামলা চালিয়ে সাধারণ মানুষ হত্যা করে ও স্কুলের মেয়েদের অপহরণ করে নিয়ে যায়।

নিউজওয়ান২৪/এমএস

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত