ঢাকা, ২৩ মে, ২০২৫
সর্বশেষ:

সোফায় জুতাসহ হাঁটু গেড়ে বসে বিতর্কে কনওয়ে

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১১:৪২, ১ মার্চ ২০১৭   আপডেট: ১৩:২৩, ১ মার্চ ২০১৭

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা কেলিয়েন কনওয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। সোমবার রাতে হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে প্রেসিডেন্টের সামনেই জুতা নিয়ে সোফায় হাঁটু গেড়ে বসে ছিলেন তিনি। তার এ আচরণের নিন্দায় সরব হয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

এএফপির একজন ফটোগ্রাফার কনওয়ের এ ছবিটি তোলেন। এতে দেখা যায়, ট্রাম্প দেশটির কৃষ্ণাঙ্গ নিয়ন্ত্রিত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রধানদের সঙ্গে ছবির জন্য পোজ দিচ্ছেন আর তাদের অদূরে সোফায় আয়েশী ভঙ্গিমায় জুতাসহ হাঁটু গেড়ে বসে তাদের ছবি তুলছেন কনওয়ে। অনেক টুইটার ব্যবহারকারী কনওয়ের সমালোচনা করেছেন এই বলে যে, তার শরীরী ভাষায় অশ্রদ্ধার প্রকাশ ঘটেছে।

একজন টুইটারে লিখেছেন, ‘ট্রাম্প শিবির সাধারণত যেভাবে অশ্রদ্ধা দেখাচ্ছে তার সঙ্গে ওভাল অফিসের কোচে জুতা তুলে কনওয়ের বসাটা মিলে যায়।’ এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ওভাল অফিসের ডেস্কে পা তুলে বসলে রিপাবলিকানরা তাকে আদব-কায়দা শেখাতে উঠেপড়ে লেগেছিলেন বলে মন্তব্য করেন আরেক টুইটার ব্যবহারকারী।

নির্বাচনী প্রচারকালে ট্রাম্পের মিডিয়া ম্যানেজারের দায়িত্ব পালনকারী কনওয়ে এর আগে ট্রাম্পের কন্যা ইভাঙ্কার ফ্যাশন ব্র্যান্ড নিয়ে মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের সরকারি এথিকস কার্যালয়ের প্রধান বলেছেন, কনওয়ের সর্বশেষ এ আচরণ তদন্ত করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত