ঢাকা, ২৪ মে, ২০২৫
সর্বশেষ:

সু কিকে রাখাইনের মংডু ও বুথিডং পরিদর্শনের অনুরোধ জাতিসংঘের

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩, ৯ ডিসেম্বর ২০১৬   আপডেট: ২৩:০৫, ১০ ডিসেম্বর ২০১৬

সেনাবাহিনীর চালানো হত্যা হত্যা-নির্যাতনের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে রোহিঙ্গাদের মর্মস্পর্শী আর্তনাদ   -ফাইল ফটো

সেনাবাহিনীর চালানো হত্যা হত্যা-নির্যাতনের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে রোহিঙ্গাদের মর্মস্পর্শী আর্তনাদ -ফাইল ফটো

বার্মার (মিয়ানমার) সর্বময় ক্ষমতার অধিকারী স্টেট কাউন্সেলরকে দেশটিতে রেহিঙ্গাদের ওপর চলমান সহিংসতা কবলিত রাখাইন রাজ্যে গিয়ে পরিস্থিতি দেখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ওই রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনারা হত্যা-ধর্ষণ-অগ্নিসংযোগসহ পৈশাচিক নির্যাতন চালাচ্ছে বর্তমানে।

বার্মার স্টেট কাউন্সেলর হচ্ছেন ক্ষমতাসীন এনএলডি বস অং সান সু কি।

মিয়ানমার-বিষয়ক জাতিসংঘের বিশেষ উপদেষ্টা বিজয় নামবিয়ার গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে শান্তিতে নোবেলজয়ী সু কিকেেএ আহ্বান জানান।

স্থানীয় জনগণের নিরাপত্তায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা না নিয়ে রাখাইনে সেনাবাহিনীর অভিযানে যাওয়া স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হতাশার সৃষ্টি করেছে বলে মনে করেন বিজয় নামবিয়ার।

বিজয় নামবিয়ার বলেন, আমি সু কিকে রাখাইনের মংডু ও বুথিডং পরিদর্শনের অনুরোধ করছি। সেখানকার বেসামরিক লোকজনকে তাদের সুরক্ষার বিষয়ে আশ্বস্ত করতে বলেছি।

আরও পড়ুন তখন কী বলেছিলেন আর এখন করছেন কী, সু কি!

গত অক্টোবরে থেকে রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে দেশটির সেনা ও পুলিশ সহিংস অভিযান চালাচ্ছে। রোহিঙ্গাবিরোধী এই অভিযান বন্ধে কার্যত কোনো পদক্ষেপ না নেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে একটা পর্যায়ে মুখে তালা মেরে থাকেন সু কি। পরে যখন মুখ খোলেন তখন বলেন- রোহিঙ্গাদের জন্য দায়ী আন্তর্জাতিক মহলের‘নেতিবাচক দৃষ্টিভঙ্গি’।

রাখাইনে রোহিঙ্গারা ব্যাপক হারে হত্যা, ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে বলে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা অভিযোগ করছেন। এর প্রমাণ পাওয়া গেছে স্যাটেলাইট চিত্রে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের রিপোর্টে। প্রসঙ্গত, রোহিঙ্গাদের ওপর চালানো বর্বর হত্যাযজ্ঞ ধঅমাচাপা দিতে রাখাইনে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না মিয়ানমারের ‘গণতন্ত্রী’ সরকার। তাদের ঘরবাড়ি ও দোকানপাটে হামলা চালানো হচ্ছে। আগুন দেওয়া হচ্ছে।

দমন-পীড়নের মুখে হাজারো রোহিঙ্গা পালাচ্ছে দেশ ছেড়ে। গত দুই মাসে বাংলাদেশে নতুন করে ২১ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। নাফনদী পেরিয়ে প্রতিদিন বাংলাদেশের দিকে আসছে দেশ ছেড়ে পালানো রোহিঙ্গা বোঝাই নৌকা। তবে সুকি এবং তার সরকার রোহিঙ্গাদের ওপর হত্যা-ধর্ষণ দমন-পীড়ন চালানোর অভিযোগ অস্বীকার করছে।

আরও পড়ুন রোহিঙ্গা ইস্যুতে দায়ী আন্তর্জাতিক মহলের ‘নেতিবাচক দৃষ্টিভঙ্গি’!

গত ৯ অক্টোবর মিয়ানমারের কয়েকটি সীমান্ত পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় পুলিশের নয়জন সদস্য নিহত হওয়ার পর থেকে রোহিঙ্গা-অধ্যুষিত জেলাগুলোতে দেশটির সেনা-পুলিশের সহিংস অভিযান শুরু হয়।

এদিকে, রাখাইনে গ্রামের পর গ্রামে রোহিঙ্গাদের ওপর চালানো ধারাবাহিক হত্যাকাণ।ডকে ‘গণহত্যা’ বলে অভিযোগ করেছে মালয়েশিয়া। এই ‘গণহত্যা’ বন্ধ করতে সু কির প্রতি আহ্বান জানান মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

নিউজওয়ান২৪.কম/আরকে

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত