ঢাকা, ২৪ মে, ২০২৫
সর্বশেষ:

সিউলের দাবি: ক্ষেপণাস্ত্র ছুড়তে ফের ব্যর্থ উত্তর কোরিয়া!

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২৩:১৫, ৯ জুলাই ২০১৬   আপডেট: ১১:৪৯, ১৭ জুলাই ২০১৬

আবার ব্যর্থ হল উত্তর কোরিয়া! শনিবার সাবমেরিন থেকে দূর পাল্লার আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণ পরীক্ষায় পিয়ংইয়ং সফল হতে পারেনি বলে দাবি করেছে দক্ষিণ কোরীয় সেনাবাহিনী।

চিরবৈরী দক্ষিণ কোরীয়রা জানায়, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১ টা নাগাদ পিয়ংইয়ঙের উত্তর-পূর্বের সিনপো বন্দরে সাবমেরিন থেকে পরীক্ষামূলকভাবে ওই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করা হয়েছিল। কিন্তু তা সাবমেরিন থেকে উৎক্ষেপণের পর পরই বিধ্বস্ত হয় সমুদ্রে।

মাস তিনেকেরও কম সময় আগে সাবমেরিন থেকে আরও একবার আইসিবিএম উৎক্ষেপণের চেষ্টা ব্যর্থ হয়েছিল পিয়ংইয়ঙের।

প্রসঙ্গত, জাতিসংঘ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ব্যাপারে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কূটনৈতিক সূত্রে খবর, নিষেধাজ্ঞা সত্ত্বেও পরমাণু অস্ত্র নিয়ে পরীক্ষানিরীক্ষা চালিয়েই যাচ্ছে পিয়ংইয়ং।

এদিকে, শনিবারের পরীক্ষামূলক আইসিবিএম উৎক্ষেপণ ব্যর্থ হওয়া সত্ত্বেও থেমে নেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তোড়জোড়। এ ব্যাপারে শুক্রবার দু’দেশের মধ্যে সরকারি স্তরে আলোচনা হয়েছে। এতে আনুষঙ্গিক কাজগুলো শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে টিএইচএএডি নামের ওই প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের স্থান ও নিয়ন্ত্রণকারী কে হবে তার ফয়সালা এখনও করতে পারেনি সিউল-ওয়াশিংটন।

নিউজওয়ান২৪.কম/এসএল

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত