ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

সাড়ে ৩২ হাজার কোটি টাকার ২০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৯, ৯ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

৩২ হাজার ৫২৫ কোটি টাকা ব্যয়ের ২০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার রাজধানীর শের-ই-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

জানা গেছে, এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩২ হাজার ৫২৪ কোটি ৯০ লাখ টাকা। এর মধ্যে ১৫ হাজার ৪৯৪ কোটি ৩৭ লাখ সরকার এবং ১১ হাজার ৬৫৬ কোটি ২৭ লাখ টাকা দেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। অবশিষ্ট পাঁচ হাজার ৩৭৪ কোটি ২৬ লাখ আসবে বিদেশি সহায়তার মাধ্যমে।

একনেকে অনুমোদনপ্রাপ্ত ২০টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ১৪টি নতুন এবং বাকি ছয়টি পূর্বের সংশোধিত প্রকল্প।

এসবের মধ্যে বেশি ব্যয়িত তিন প্রকল্পের মধ্যে রয়েছে- ১০ হাজার ৪৬০ কোটি ৯১ লাখ টাকায় ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার প্রকল্প, তিন হাজার ৬৮৪ কোটি ৫৫ লাখ টাকায় ক্রস বর্ডার সড়ক উন্নয়ন প্রকল্প (বাংলাদেশ) (১ম সংশোধিত) এবং তিন হাজার ৬৬৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ের গ্রাম সংযোগ উন্নয়ন প্রকল্প (এলজিইডি অংশ)।

নিউজওয়ান২৪

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত