ঢাকা, ২৪ মে, ২০২৫
সর্বশেষ:

সাংবাদিকরা দুর্নীতিতে পিছিয়ে নেই : ট্রাম্প

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১২:০৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৭  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাংবাদিকরা দুর্নীতির ব্যবস্থার অংশ। সংবাদমাধ্যমগুলো সত্য প্রকাশ করতে চায় না। তারা তাদের নিজেদের বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকে।

স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মেলবোর্ন শহরে দেওয়া আয়োজিত সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প।

এ সময় ট্রাম্প তাঁর শাসনকালের বিভিন্ন সফলতার কথা তুলে ধরে জানান, আশাবাদী শক্তি যুক্তরাষ্ট্রকে আরো সংগঠিত করবে।

কয়েকজন সাংবাদিক জানান, ফ্লোরিডায় এয়ারফোর্স ওয়ান (মার্কিন প্রেসিডেন্ট বহনকারী বিমান) নামার আগেই ট্রাম্প তাঁদের কাছে গিয়ে হাত মেলান। তখন তিনি বলেন, ‘আমরা সেখানে একটি চমৎকার জনসমাবেশ দেখব।’ এরপর সমাবেশের মঞ্চে উঠেই মতি পরিবর্তন হয় ট্রাম্পের। সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলেন। তখন উপস্থিত জনগণও তাঁকে সমর্থন জানান।

এর আগে  বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘গণমাধ্যম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেইসঙ্গে এর অসততার মাত্রাও এখন নিয়ন্ত্রণের বাইরে।’

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি রাশিয়ার কোনো কিছুই ধারণ করি না। রাশিয়ার কাছে আমার কোনো ঋণ নেই। আমি মস্কোর সঙ্গে কোনো চুক্তি করিনি। তা ছাড়া রাশিয়ার বিষয়টি ছিল ভুয়া সংবাদ।’

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত