সংলাপের ফলাফল না আসা পর্যন্ত তফসিল নয়: ইসিকে ঐক্যফ্রন্ট
নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত
আগামী ৭ নভেম্বর ক্ষমতাসীন ১৪ দলের সঙ্গে সংলাপের পর ফলাফল না আসা পর্যন্ত তফসিল ঘোষণা না করার দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট।
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের এক প্রতিনিধি দলের বৈঠকে এই দাবি জানানো হয়। বৈঠক শেষে সোমবার সন্ধ্যায় সোয়া ৬টার দিকে সাংবাদিকের একথা জানান প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব।
আ স ম আব্দুর রব বলেন, ‘আমারা ৭ নভেম্বর সংলাপের পর ফলাফল না আসা পর্যন্ত তফসিল ঘোষণা না করতে বলেছি। তারা (ইসি) বিবেচনায় নিয়েছেন বলে তারা জানিয়েছেন।’
ইভিএম ব্যবহারের বিষয়ে রব জানান, ‘আমরা বলেছি, দেশের জনগণ চায় না, রাজনৈতিক দলগুলো চায় না। তারপরও কেন ইভিএম ব্যবহারের জন্য তোরজোর হচ্ছে? তারা (ইসি) এই বিষয়টিও বিবেচনায় নিয়েছে।’
এছাড়াও ভোটগ্রহণের আগেই সাদা কাগজে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর নেয়া হয়। এবার তা বলে না বলেও আশ্বাস্ত করেছে ইসি বলে জানান জেএসডির সভাপতি।
তিনি আরও বলেন, ‘নির্বাচনের পরও নির্বাচন কমিশনারদের দেশে বাস করতে হবে। পরিবার-পরিজন নিয়ে থাকতে হবে। সেই বিষয়টিও তাদের (ইসি) ভেবে দেখতে বলা হয়েছে।’
নিউজওয়ান২৪/এমএস
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও