NewsOne24

সংলাপের ফলাফল না আসা পর্যন্ত তফসিল নয়: ইসিকে ঐক্যফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ৭ নভেম্বর ক্ষমতাসীন ১৪ দলের সঙ্গে সংলাপের পর ফলাফল না আসা পর্যন্ত তফসিল ঘোষণা না করার দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট।

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের এক প্রতিনিধি দলের বৈঠকে এই দাবি জানানো হয়। বৈঠক শেষে সোমবার সন্ধ্যায় সোয়া ৬টার দিকে সাংবাদিকের একথা জানান প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব।

আ স ম আব্দুর রব বলেন, ‘আমারা ৭ নভেম্বর সংলাপের পর ফলাফল না আসা পর্যন্ত তফসিল ঘোষণা না করতে বলেছি। তারা (ইসি) বিবেচনায় নিয়েছেন বলে তারা জানিয়েছেন।’

ইভিএম ব্যবহারের বিষয়ে রব জানান, ‘আমরা বলেছি, দেশের জনগণ চায় না, রাজনৈতিক দলগুলো চায় না। তারপরও কেন ইভিএম ব্যবহারের জন্য তোরজোর হচ্ছে? তারা (ইসি) এই বিষয়টিও বিবেচনায় নিয়েছে।’

এছাড়াও ভোটগ্রহণের আগেই সাদা কাগজে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর নেয়া হয়। এবার তা বলে না বলেও আশ্বাস্ত করেছে ইসি বলে জানান জেএসডির সভাপতি।

তিনি আরও বলেন, ‘নির্বাচনের পরও নির্বাচন কমিশনারদের দেশে বাস করতে হবে। পরিবার-পরিজন নিয়ে থাকতে হবে। সেই বিষয়টিও তাদের (ইসি) ভেবে দেখতে বলা হয়েছে।’

নিউজওয়ান২৪/এমএস