ঢাকা, ২৮ মার্চ, ২০২৪
সর্বশেষ:

শিশু ফারিহাও সঙ্গী হলো মা এবং দুই বোনের...

প্রকাশিত: ০৯:৩৩, ১৩ এপ্রিল ২০১৯  

শেষ পর্যন্ত নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ শিশু ফারিহা আক্তার ফারজানাও (১২) মারা গেছে।

গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ফারিহার মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল হান্নান জানান।

এর আগে একই ঘটনায় দগ্ধ ফারিহার মা ফাতেমা বেগম (৩০), বড় ভাই সাইফ আলী বেগ রাফি (১৫) ও ছোট ভাই সাফওয়ান আলী্র (১০) একই হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। স্ত্রী আর তিন সন্তানকে হারিয়ে একা হয়ে গেলেন এখন পরিবারের কর্তা আব্দুর রহিম।

গত রবিবার দগ্ধ হওয়ার পর সবাইকে ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন ওই পরিবারের অগ্নিদগ্ধ চারজনের সবাই একের পর এক মারা গেলেন।

গত ৭ এপ্রিল রাতের রান্না করার জন্য ফ্ল্যাটের পাকঘরে চুলা জ্বালাতে যান ফাতেমা বেগম। এসময় ম্যাচের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে এলপি গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে পাশে থাকা তিন সন্তানসহ দগ্ধ হন তিনি।

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার ২৫৫ গিরিধারা আবাসিক এলাকার বিসমিল্লাহ টুইন টাওয়ারের চতুর্থতলার একটি ফ্ল্যাটে ঘটে মর্মান্তিক এ ঘটনা।

নিউজওয়ান২৪.কম/আরকে

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত