ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

শাহ আমানতে বিমানের জরুরি অবতরণ, যাত্রীরা নিরাপদে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪০, ৮ এপ্রিল ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি সিঙ্গাপুর থেকে ঢাকা যাচ্ছিল। 

ইঞ্জিন বিকল হওয়ায় সোমবার (৮ এপ্রিল) বিকেল ৫টা ৪৪ মিনিটের দিকে বিমানটি জরুরি অবতরণ করে। 

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক কাজী খাইরুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। 

তবে বিমানের যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

খাইরুল কবির বলেন, ‘বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের দুটি ইঞ্জিনের একটি বিকল হওয়ায় চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে। বিমানের ইঞ্জিন মেরামত করা হচ্ছে। অল্প সময়ের মধ্যে সেটি ঠিক হয়ে গেলে ওই ফ্লাইটে যাত্রীদের ঢাকায় পাঠানো হবে অথবা অন্য ফ্লাইটে যাত্রীদের ঢাকায় পাঠানো হবে।’

তিনি আরও বলেন, ‘সিঙ্গাপুর থেকে আসা বিমানটি ঢাকায় অবতরণের কথা ছিল। ইয়াংগুন পর্যন্ত আসার পর পাইলট বুঝতে পারেন একটি ইঞ্জিন বিকল হয়েছে। তখন চট্টগ্রামে জরুরি অবতরণ করে বিমানটি।’
 

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত