ঢাকা, ০৯ মে, ২০২৫
সর্বশেষ:

লেস্টার ফুটবল ক্লাবের মালিকসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০০, ২৯ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি


ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম ফুটবল ক্লাব 'লেস্টার সিটি ফুটবল ক্লাব' এর সভাপতি ভিচাই শ্রীবদ্ধনপ্রভা হেলিক্প্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন।

এ ঘটনায় আরো তিনজন নিহত হয়েছেন।  শনিবার যুক্তরাজ্যের লেস্টার সিটিতে এ ঘটনা ঘটে। 

ক্লাব পক্ষ থেকে এক বিবৃতিতে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে প্রকাশিত নিহতদের তালিকায় সভাপতি ভিচাই, হেলিকপ্টারের পাইলট, ক্লাবের দুজন কর্মকর্তা এবং পাইলটের মেয়েবন্ধু মারা যান।

ভিচাই শ্রীবদ্ধনপ্রভা ব্যাংককে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। ভিচাই থাইল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় পঞ্চম অবস্থানে ছিলেন।

তিনি ২০১০ সালে লেস্টার সিটি ক্লাবটি কিনে নেন। তার ক্লাবটি ২০১৫-২০১৬ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়।

সূত্র: খবর বিবিসির।

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত