ঢাকা, ০৬ মে, ২০২৪
সর্বশেষ:

রোড শোতে পদদলিত হয়ে নারীসহ ৮ জন নিহত

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১২:৪২, ২৯ ডিসেম্বর ২০২২  

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি


ভারতের অন্ধ্র প্রদেশের নেল্লোর জেলায় সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর একটি রোড শো চলাকালে পদদলিত হয়ে এক নারীসহ আটজন নিহত হয়েছেন।

নাইডু বর্তমানে রাজ্যটির বিধানসভার বিরোধী দলীয় নেতা। রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে কান্দুকুর শহরে একটি সভায় তার ভাষণ দেওয়ার কথা ছিল।

সন্ধ্যায় নাইডুর বহর এলাকায় পৌঁছালে ভিড় শুরু হয়। বিশাল জনতা, যা জড়ো হয়েছিল, নেতার এক ঝলক দেখার জন্য এগিয়ে গেল। নেতাকে এক পলক দেখার জন্য সেখানে জড়ো হওয়া বিপুল সংখ্যক মানুষ সামনের দিকে এগিয়ে গেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ভিড়ের কারণে মানুষ পাশের একটি রেলিং ভেঙে খোলা ড্রেনে পড়ে যায়। এতে আটজন মারা যায়। আহত কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

নাইডু তাৎক্ষণিকভাবে সভাটি বাতিল এবং নিহতদের পরিবারের জন্য ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

তিনি আরো বলেন, ‘নিহতদের পরিবারে শিশু থাকলে তাদের পড়াশোনার খরচ জোগাতে সহায়তা করবেন।’ এ ছাড়া আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে দলের নেতাদের নির্দেশ দেন তিনি।

তেলেগু দেশম পার্টির প্রধান রাজ্যজুড়ে ধারাবাহিকভাবে সভা করছেন। ২০২৪ সালে সেখানে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। ২০১৯ সালে জগন মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের কাছে পরাজিত হয়েছিল দলটি।

সূত্র : এনডিটিভি

নিউজওয়ান২৪.কম/আরএডব্লিউ

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত