ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

রিজভীর বিরুদ্ধে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৪, ২৫ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে জনপ্রশাসন ও পানিসম্পদ সচিবের গোপন বৈঠকের সূত্র ধরে রিজভীর ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর বক্তব্যের প্রতিবাদে এই নোটিশ পাঠানো হয়।

রোববার পানিসম্পদ সচিবের পক্ষে এই আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।

নোটিশে বলা হয়, বিএনপি নেতা রুহুল রিজভীর বক্তব্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন এবং মানহানিকর। এতে ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করা না হলে, রিজভীর বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত