ঢাকা, ১০ মে, ২০২৫
সর্বশেষ:

রাস্তায় প্লেনের জরুরী অবতরণ, স্তম্ভিত চালকেরা! (ভিডিও)

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১২:০৩, ২৩ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ার ইন্টারস্টেট ৮ সান দিয়াগোতের ব্যস্ত রাস্তায় হঠাৎই প্লেন অবতরণ করেছে। আর এমন দৃশ্য দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে পড়েন গাড়ি  চালকেরা। 

জানা যাচ্ছে, কেরি ডেকার নামে এক নারী গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সেই রাস্তা ধরে। এমন সময়ে তিনি দেখতে পান একটি প্লেন হঠাৎই রাস্তায় নেমে আসছে। কেরি সঙ্গে সঙ্গেই সেই দৃশ্যটি ক্যামেরা বন্ধি করে ফেলেন। 

শুধু তিনিই নন, এমন ঘটনায় ভয় পেয়ে যান পথের অন্যান্য গাড়ি চালকরাও। কেরির তোলা ভিডিওর চারপাশ থেকে চিৎকার শোনা যাচ্ছিলো। পরে কেরি তার তোলা ভিডিও ফেসবুকে পোস্ট করেন। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। 

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রল সূত্রে জানা গিয়েছে, গত ১৯ অক্টোবর বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটেছে। সেই প্লেনটির ইঞ্জিনে হঠাৎ গণ্ডগোল টের পান পাইলট। তাই প্লেনটিকে আপৎকালীন অবতরণের সিদ্ধান্ত নেন তিনি। 

কাছেই বিমান বন্দর থাকা সত্ত্বেও কেন রাস্তায় নামতে হল এই প্রশ্নের উত্তরে পাইলট জানিয়েছেন, পরিস্থিতি তখন এমন যে, রাস্তায় না নেমে উপায়ান্তর ছিল না তার সামনে। তবে এই ঘটনায় কোনও বিপদ হয়নি এবং কেউ আহতও হননি। 

প্লেনের জরুরী অবতরনের ভিডিওটি:-

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত