ঢাকা, ১০ মে, ২০২৫
সর্বশেষ:

রাজপ্রাসাদে খাশোগির পুত্রদের ডাকলেন সৌদি যুবরাজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬, ২৪ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কয়েকদিন আগে খুন হওয়া সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগির দুই পুত্র সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছেন। মঙ্গলবার সৌদি রাজপ্রাসাদে তাদের ডেকে এনে তাদের সঙ্গে ছবি তোলেন যুবরাজ সালমান। এ ঘটনার ছবি ছড়িয়ে পড়লে বিশ্বব্যাপী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। আল-জাজিরা।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তোলা ছবিতে খাশোগির ছেলে সালেহ ও সাহেলকে বিমর্ষ দেখা যায়। খাশোগি সৌদি আরব ছাড়ার পর সালেহ ও সাহেলসহ পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করেছিল সৌদি রাজতন্ত্র। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, যুবরাজই খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন।
 
তুর্কি বাগদত্তার সাথে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। 

১৯ অক্টোবর  সৌদি জানায়, তুরস্কের ইস্তাম্বুল কসন্যুলেটে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে খাশোগির মৃত্যু হয়। এর দুদিন পরই খাসোগিকে হত্যা করা হয়েছে বলেও স্বীকার করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

সৌদি আরবের দাবি, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা সংস্থার উপ-প্রধান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেহরক্ষিকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট ১৮ জনকে।
 
তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, খাশোগির খুনের পেছনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানই কলকাঠি নেড়েছেন। মঙ্গলবার তুর্কি সংসদে দেয়া ভাষণেও হত্যার পেছনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতে আন্তর্জাতিক তদন্তের দাবি জানান তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তবে যুবরাজ জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত