ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

রাখিকে কেনা যাবে ৭ হাজারে, মেটানো যাবে চাহিদা!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ৭ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

বলিউডের বিতর্কিত মডেল-অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এবার তার আদলে তৈরি হলো পুতুল! তবে এটি যেমন তেমন পুতুল নয়, এটি ‘সিলিকন সেক্স ডল’।

ভারতীয় গলমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। তাতে আরো বলা হয়েছে, ধর্ষণ রোধে পুরুষদের চাহিদা মেটাবেন রাখি!

এদিকে, তারই পরাক্রমায় সম্প্রতি মুম্বাইয়ে এক সাংবাদিক বৈঠকে রাখি জানান, খুব শিগগীর বাজারে আসতে চলেছে তার সিলিকন পুতুল। তার ভাষ্য, দেশে ধর্ষণ রোধ করার জন্যই এই ‘সেক্স ডল’ তৈরি করা হচ্ছে। ধূসর রংয়ের পোশাক পরা এই রাখির দাম পড়বে ভারতীয় মুদ্রায় ৭ হাজার।

নিউজওয়ান২৪/জেডআই