যৌন নির্যাতনের শিকার শিশুদের কাছে ক্ষমা চাইলো অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত
যৌন নির্যাতনের শিকার শিশুদের কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। সোমবার পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় ক্ষমা চান তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, শিশু যৌন নির্যাতনের বিষয়ে পাঁচ বছর ধরে চলা তদন্ত প্রতিবেদন দেয়ার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ভুক্তভোগীদের কাছে ক্ষমা চান।
ওই প্রতিবেদনে বলা হয়, কয়েক দশক ধরে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে হাজার হাজার শিশু নির্যাতিত হয়েছে।
প্রধানমন্ত্রী মরিসন বলেন, আজ, অবশেষে আমরা স্বীকার করছি এবং আমাদের শিশুদের হারিয়ে যাওয়া চিৎকারের মুখোমুখি হচ্ছি।
তিনি বলেন, যাদের ভুলে যাওয়া হয়েছে তাদের সামনে আমাদের বিনীত হতে হবে এবং তাদের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে।
গত বছরের ডিসেম্বরে শিশু যৌন নির্যাতনের বিষয়ে ওই তদন্ত শেষ হয়। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান- যেমন চার্চ, স্কুল ও স্পোর্টস ক্লাবে নির্যাতনের শিকার হওয়ার আট হাজারের বেশি ভুক্তভোগীর সাক্ষ্য নেয়া হয়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কাঁপা স্বরে বক্তৃতা দেয়ার সময় ভুক্তভোগীদের দুর্দশার কথা স্বীকার করেন এবং প্রাতিষ্ঠানিক ব্যর্থতার নিন্দা জানান।
তিনি বলেন, কেন ওই শিশুদের কান্না ও তাদের বাবা-মায়েদের কথা এড়িয়ে যাওয়া হয়েছিল? কেন আমাদের বিচার ব্যবস্থা অন্যায়ের কাছে চোখ বন্ধ করেছিল? কেন এ বিষয়ে ব্যবস্থা নিতে এতো সময় লাগলো?
পার্লামেন্টে বিরোধী নেতা বিল শর্টেন বলেন, ‘এই অন্যায়গুলোকে শুধরানো যাবে না। কিন্তু আজ জেনে রাখুন, অস্ট্রেলিয়া ক্ষমা চাইছে।’
নিউজওয়ান২৪/এমএস
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন