ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

যুদ্ধাবস্থায় কুয়েত সেনাবাহিনী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩, ১৯ সেপ্টেম্বর ২০১৯  

উপসাগরের ক্ষুদ্র অথচ তেলসম্পদে প্রাচুর্য্যময় দেশ কুয়েতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধপূর্ব প্রস্তুতি থাকার নির্দেশ দেশটির সরকার। বৃহস্পতিবার আরব আমিরাতের প্রভাবশালী সংবাদপত্র খালিজটাইমস.কম জানায়, গতকাল (বুধবার) জেনারেল স্টাফ অব কুয়েত আর্মির অফিস থেকে প্রকাশ করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ওই অঞ্চলের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিছু সামরিক ইউনিটকে যুদ্ধপূর্ব প্রস্তুতিমূলক অবস্থায় রাখা হয়েছে। 

কুয়েত নিউজ এজেন্সি কুনা প্রকাশিত  জেনারেল স্টাফ অব কুয়েত আর্মির ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যে কোনো ধরনের হুমকির মোকাবেলায় দেশের জল, স্থল ও আকাশসীমানার সুরক্ষায় সশস্ত্রবাহিনী ও প্রতিরক্ষা ইউনিটগুলোর সমন্বয়ে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশটির সশস্ত্রবাহিনী আকাশ ও নৌপথে লক্ষবস্তুতে গোলা নিক্ষেপের অনুশীলন করেছে সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি নিশ্চি করার লক্ষে।  
নিউজওয়ান২৪.কম/আরকে

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত