ঢাকা, ২৩ মে, ২০২৫
সর্বশেষ:

যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা ব্যাপক হারে কমাচ্ছেন ট্রাম্প

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ০০:৪৭, ৬ মার্চ ২০১৭   আপডেট: ১৩:১৩, ৬ মার্চ ২০১৭

যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা ব্যাপক হারে কমাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাজেট পরিচালকও এই তথ্য স্বীকার করেছেন। চলতি মাসের বাজেটেই এই প্রস্তাব দেওয়া হচ্ছে।
 
পরিচালক মিক মুলভানে ফক্স নিউজকে জানিয়েছেন, আমরা বিদেশি সহায়তা তহবিল কমাতে যাচ্ছি। আমরা এই অর্থ দেশে খরচ করবো। তিনি বলেন, বিদেশি সহায়তা কমানোর ব্যাপারটি হবে নাটকীয়। মুলভানে জানান, মার্কিন সামরিক বাজেটে অর্থ সংস্থান বাড়াতে এই কাটছাট সহায়তা করবে।
 
বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ৬০৩ বিলিয়ন ডলার। প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক বাজেট চলতি বছর ১০ শতাংশ বা ৫৪ বিলিয়ন ডলার বাড়ানোর ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএসএইড) বাজেট থেকে এই কাটছাট করা হচ্ছে। বর্তমানে এর বাজেট আছে ৫০ দশমিক ১ বিলিয়ন ডলার। রয়টার্স।

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত