‘যুক্তরাষ্ট্রই হেনস্থা করছে রুশ কূটনীতিকদের’
বিশ্ব সংবাদ ডেস্ক

রুশ- মার্কিন দ্বৈরথ -প্রতীকি চিত্র
রুশ নিরাপত্তা বাহিনী মার্কিন কূটনীতিকদের হেনস্তা করছে- ওয়াশিংটনের এমন অভিযোগ নাকচ করে দিয়েছে মস্কো।
এ বিষয়ে রুশ পররাষ্ট্র দফতরের মুখপাত্র মারিয়া জাকারোভ পাল্টা অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।
তিনি বলেন, উল্টো রুশ কূটনীতিকদেরই হেনস্তা করছে তারা।
মার্কিন কূটনীতিকদের হেনস্তা করা হচ্ছে বলে ওয়াশিংটনের অভিযোগের একদিন পরই পাল্টা এ অভিযোগ করলেন মারিয়া জাকারোভ।
তিনি বলেন, রুশ কূটনীতিবিদদের বিরুদ্ধে অব্যাহতভাবে নিত্য নতুন বিধি-নিষেধ আরোপ করছে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফবিআই এবং মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।
তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের উপস্থিতিতেই রুশ কূটনীতিকদের বিরুদ্ধে মানসিক চাপসহ নানা বিধি-নিষেধ আরোপ করা হয়। রুশ কূটনীতিবিদদের গর্ভবতী স্ত্রীদের উপস্থিতি সত্ত্বেও মার্কিনিদের এ জাতীয় ন্যাক্কারজনক পদক্ষেপ নেওয়ার নজির রয়েছে বলেও অভিযোগ করেন মারিয়া।
রুশ-মার্কিন সম্পর্ক উন্নয়নের চেষ্টায় এসব সমস্যা চিহ্নিত না করে ওয়াশিংটন বরং পাল্টা অভিযোগ করছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে সব কিছু উল্টো দিক থেকে দেখছে বলে উল্লেখ করেন মারিয়া।
উল্লেখ্য, গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর অভিযোগ করে যে রাশিয়ায় অহরহই হেনস্তার শিকার হচ্ছেন যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা। তারা রুশ নিরাপত্তা এজেন্ট এমনকি রুশ ট্রাফিক পুলিশের কাছেও হেনস্তা হচ্ছেন বলে অভিযোগ করেন মার্কিন কর্মকর্তারা। তারা জানিয়েছেন, রুশিদের কাছে মার্কিনিদেরে হেনস্থার বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে তা সরাসরি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছেও তুলতে হয়েছে।
নিউজওয়ান২৪.কম/এআর
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন