ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

মোবাইলে কথা: ট্রেনের ধাক্কায় গেল নারীর প্রাণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৫, ২২ মার্চ ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

টাঙ্গাইলে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে জেসমিন নাহার আছমা নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকালে সদর উপজেলার হাতিলা মধ্যেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেসমিন নাহার আছমা (২৭) সদর উপজেলার হটিবাড়ি এলাকার আনসার আলীর মেয়ে এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিলেন জেসমিন। ঠিক তখনি ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের একটি ট্রেন ওই লাইনে আসলে পেছন দিক থেকে জেসমিনকে ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে র‌্যাব ১২ সিপিসি ৩ এর এসআই মোরশেদ আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। জেসমিন রেললাইনে ফোনে কথা বলার সময় একটি ট্রেন পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায়। ধারণা করা হচ্ছে ফোনে কথা বলার সময় তিনি ট্রেনের শব্দ শুনতে পারেননি।

তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে জেসমিনের সঙ্গে তার স্বামীর ডিভোর্স হয়। তবে কি কারণে মেয়েটি ওই এলাকায় গিয়েছিল তা বলতে পারননি তিনি।

মরদেহ টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশন পুলিশের কাছে রয়েছে বল জানান তিনি।

নিউজওয়ান২৪/আ.রাফি

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত