ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

মেক্সিকোর হোটেলে সাবেক মিস উরুগুয়ের ঝুলন্ত লাশ

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ২২:২২, ৩ মে ২০১৯  

সোসা              -ফাইল ফটো

সোসা -ফাইল ফটো

গত বৃহস্পতিবার সকালে মেক্সিকো সিটির একটি হোটেল থেকে সাবেক একজন ‘মিস উরুগুয়ের’ ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মেক্সিকো সিটি কর্তৃপক্ষ জানায়, হোটেলের একটি গেস্টরুমের বাথরুমে উরুগুয়ের এক নারীর ফাঁস দেওয়া লাশ পাওয়া যায়। তার নাম ফাতিমিহ দাভিলা সোসা হিসাবে চিহ্নিত করা হয়েছে। তিনি ২০০৬ সালে উরুগুয়ে প্রতিযোগিতার মুকুট জয় করেছিলেন। এরপর একই বছরের জুলাইতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞেজেলেসে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় উরুগুয়ের প্রতিনিধিত্ব করেন। এছাড়া ২০০৮ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায়ও অংশ নেন। 

মিস উরুগুয়ে হওয়ার পর থেকে সোসা একজন মডেলিংকে পেশা হিসেবে নেন। গত ২৩ এপ্রিল মেক্সিকো সিটিতে আসেন একটি সম্ভাব্য কাজের ইন্টারভিউ দিতে এসেছিলেন।

এ ঘটনায় মেক্সিকো কর্তৃপক্ষ জানায়, সোসা আ্মহত্যা করেছেন নাকি কেউ তাকে হত্যা করেছে তার তদন্ত করা হচ্ছে। 
নিউজওয়ান২৪.কম/আরকে