ঢাকা, ১০ মে, ২০২৫
সর্বশেষ:

মিয়ানমারের পাঁচ জেনারেলকে নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৩:২৬, ২৩ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

রাখাইনে জাতিগত নিধনে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমার সেনাবাহিনীর পাঁচ শীর্ষ সেনাকর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়া তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করেছে।

মঙ্গলবার অস্ট্রেলিয়া এক ঘোষণায় জানায়, এই নৃশংসতা পরিচালনায় একটি বিশেষ অভিযানের নির্দেশ দেয়া একজন লেফটেন্যান্ট জেনারেলসহ এসব সেনা কর্মকর্তাদের সম্পদ জব্দ করা হবে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বার্মিজ সেনাকর্মকর্তাদের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেয়।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারেইস পেইন বলেন, অং কেইউ জো, মোং মোং সোয়ে, অং অং, থান ও এবং কিং মোং সোয়ে রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী। তাদের নেতৃত্বে একটি সেনা ইউনিট রোহিঙ্গা নিপীড়ন চালিয়েছে। এরইমধ্যে এ পাঁচ কর্মকর্তার মধ্যে কয়েকজন পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

গত বছরের আগস্ট মাসে পুলিশের কয়েকটি চেকপোস্টে হামলার ঘটনাকে কেন্দ্র করে রোহিঙ্গা মুসলমানদের ওপর সাঁড়াশি অভিযান চালায় মিয়ানমার সেনাবাহিনী। নৃশংস ওই অভিযানের শিকার হয়ে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

জাতিসংঘ ওই অভিযানকে জাতিগত নিধনের পাঠ্যপুস্তকীয় উদাহরণ হিসেবে বর্ণনা করে। পরে সংস্থাটির স্বাধীন তদন্ত কমিশন তাদের প্রতিবেদনে জানায়, রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাতেই বার্মিজ আর্মি তাদের ওপর ব্যাপক হত্যা ও গণধর্ষণ চালায়।

ঘটনার শুরু থেকেই নেইপিদো অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তাদের দাবি, সন্ত্রাস দমনের অংশ হিসেবে তারা ওই অভিযান পরিচালনা করেছে।

পরবর্তীতে জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও বিশ্ব নেতাদের চাপে পর্যায়ক্রমে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে বাংলাদেশের সঙ্গে চুক্তি করে মিয়ানমার সরকার। কিন্তু এখন পর্যন্ত সে চুক্তি বাস্তবায়নে দেশটির কোনো উদ্যোগ লক্ষ করা যায়নি।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত