ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

মিন্নির বাবার অভিযোগ...

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১:০৩, ২৮ জুলাই ২০১৯  

মিন্নি ও তার বাবা (ফাইল ফটো)

মিন্নি ও তার বাবা (ফাইল ফটো)

বরগুনায় আলোচিত রিফাত শরিফ হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আসামী বনে যাওয়া রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর অভিযোগ করে বলেছেন, ‘সবাই শুধু আমাদের ফলো করে’ 

শনিবার (২৭ জুলাই) সকালে বরগুনা জেলা কারাগারে মেয়ের সঙ্গে দেখা করে এসে তিনি আরো বলেন, ‘জেলখানায় বিনা চিকিৎসায় আমার মেয়ে মারা যাবে। মেয়ের সঙ্গে একটু কথা বলবো, তাও পারছি না; সবাই শুধু আমাদের ফলো করে। আমাদের বাকস্বাধীনতা হরণ করা হয়েছে।’

কারাগারে মিন্নির বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যরাও মিন্নির সঙ্গে দেখা করেন।

পরে কিশোরের সঙ্গে কথা হলে তিনি জানান, তাকে কিছু লোক ফলো করছে। যেখানেই যান, সেখানেই তার পিছু নিচ্ছেন। জেলখানায় মেয়ের সঙ্গে দেখা করতে গেলেও তাকে দূরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তারা ঠিকভাবে কথাও বলতে পারেননি।

গত ২০ জুলাইও মিন্নির সঙ্গে কারাগারে গিয়ে দেখা করেন মোজাম্মেল হোসেন কিশোর। সেখান থেকে বের হয়ে মিন্নিকে না ফাঁসিয়ে সঠিক তদন্ত করলে রিফাত হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে বলে মন্তব্য করেন তিনি। একই দিন মিন্নির কিছু হলে আত্মহত্যার ঘোষণা দেন তিনি।

সেদিন কিশোর বলেন, ‘দেশবাসী শুনে রাখেন, আমার মেয়ের কিছু হলে আমি আত্মহত্যা করমু। আমার মেয়েকে চাপ দিয়ে জবানবন্দি নেয়া হয়েছে। মিন্নি নির্দোষ, রিফাত হত্যার পেছনে শুরু হয়েছে নোংরা রাজনীতি।’

নিউজওয়ান২৪.কম/আ.রাফি

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত