ঢাকা, ২২ মে, ২০২৫
সর্বশেষ:

মালদ্বীপের পার্লামেন্ট অবরুদ্ধ করল সেনাবাহিনী

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ০০:০৪, ২৩ আগস্ট ২০১৭  

মালদ্বীপের পার্লামেন্ট ভবন অবরুদ্ধ করে রেখেছে দেশটির সামরিক বাহিনী। বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্যরা জানিয়েছেন, স্পিকারকে অভিশংসনের একটি প্রস্তাব রুখতে সেনাবাহিনী পার্লামেন্ট অবরুদ্ধ করেছে।

মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টির ইমথিয়াজ ফাহমি একটি ভিডিও পোস্ট করে বলেন, সাদা পোশাকে থাকা নিরাপত্তা বাহিনীর লোকজন পার্লামেন্ট সদস্যদের ভেতরে প্রবেশ করতে বাধা দিচ্ছে। মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টির আরেকজন সংসদ সদস্য এভা আবদুল্লা বলেন, এমপিদের পরে ঢুকতে দেয়া হয় কিন্তু দেখা যায় স্পিকার আব্দুল্লা মসীহ মোহাম্মদকে সেনারা ঘিরে রেখেছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত স্পিকার আব্দুল্লা মসীহ। তিনি অধিবেশন শুরু করে এমপিরা অনাস্থা ভোট দেয়ার আগেই সেটার সমাপ্তি ঘোষণা করেন। ইভা বলেন, মাত্র ৫ মিনিটে অধিবেশন শেষ হয়ে যায়। বিরোধীদেরর কোনো সরকারি কর্মকর্তাকে ডেকে পাঠানোর সুযোগ দেয়া হয়নি। রাষ্ট্রের কাউকে জবাবদিহিতার মুখোমুখি করার সুযোগ দেয়া হয়নি আমাদের।

২০০৮ সালে বহুদলীয় গণতন্ত্রের দেশে পরিণত হওয়া মালদ্বীপে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার অভিযোগ রয়েছে বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনের বিরুদ্ধে। রাজনৈতিক অস্থিরতা পর্যটন আকর্ষণ এই দেশটির অর্থনৈতিক সমৃদ্ধির জহন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। গার্ডিয়ান।

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত