ঢাকা, ০৯ মে, ২০২৫
সর্বশেষ:

মাকে তালাবদ্ধ রেখে সমুদ্র ভ্রমণে ছেলে-বউ!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৯, ২৬ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৃদ্ধ মাকে ঘরে তালাবদ্ধ করে রেখে দিঘা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিল ছেলে-বউ। সম্প্রতি কলকাতার নিউ ব্যারাকপুরের পূর্বাচলে এ ঘটনা ঘটে।
 
পুজার ছুটি কাটাতে স্ত্রীকে নিয়ে দিঘা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছেন ছেলে মৃণালকান্তি নাগ। যাওয়ার আগে বাড়ির বাইরে থেকে তালা দিয়ে দেন তিনি। বাড়িতে তালাবন্ধ অবস্থায় ছিলেন বৃদ্ধ মা সাধনা নাগ। মায়ের খাবারের জন্য রেখে যান মুড়ি ও চিঁড়ে। সেই অবস্থাতেই বাড়িতে কাটাতে হয় ওই বৃদ্ধাকে।
 
বিষয়টি প্রতিবেশীদের নজরে আসলে তারা পুলিশকে খবর দেন। নিউ ব্যারাকপুর থানার পুলিশ গিয়ে বাড়ির তালা ভেঙে ওই বৃদ্ধাকে উদ্ধার করে। ছেলের এমন কাণ্ডে হতবাক প্রতিবেশীরা।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত