ঢাকা, ১২ মে, ২০২৫
সর্বশেষ:

ভালোবাসার উপহার স্বামীকে অঙ্গ দান!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০০, ১৩ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একেই বলে হয়তো ভালোবাসার উপহার। ফুলের তোড়া নয়, নয় ক্যান্ডেল লাইটল ডিনার। দামি পারফিউম কিংবা নয় লাক্সারি ট্যুর। বিবাহবার্ষিকীর দিন স্বামীর আয়ু বাড়িয়ে দিলেন স্ত্রী। এরকমই এক ঘটনা ঘটল ভারতের ইন্দোরে৷ বিয়ের ১৭তম বিবাহবার্ষিকীতে এমনই ঘটনা ঘটালেন রবিদত্ত সোনির স্ত্রী প্রভা! উপহার হিসেবে প্রভা দান করলেন নিজের একটা কিডনি!

গত আট মাস ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন রবিদত্ত সোনি। নিয়মিত চলছিল ডায়েলেসিসও। কিন্তু দু’দিন আগেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। দেরি করে না প্রভা। দ্রুত চলে আসেন ইন্দোরের বড় হাসপাতালে। ডাক্তারের পরামর্শে ভর্তি করা হল রবিদত্ত সোনিকে। প্রভা টেনশনে। কী হবে ভেবেই চলছে সারাক্ষণ।

ডাক্তার জানালেন রবির কিডনির প্রয়োজন। আগে-পিছু না ভেবে প্রভা ডাক্তারকে জানিয়ে দিলেন, প্রভাই দেবে স্বামী রবিকে কিডনি। শুরু হল প্রভার চেকআপ। দেরী না করে শুরু হলো অপারেশন! অপারেশন হওয়ার পর প্রভা ডাক্তারকে জানালেন, বিবাহবার্ষিকীর কথা। আর রবি ডাক্তারকে জানালেন, ‘বউয়ের থেকে সেরা উপহার পেয়ে গেলাম!’ রবি ও প্রভা এখন আছেন সুস্থ।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত