ঢাকা, ১০ মে, ২০২৫
সর্বশেষ:

ভারতের ৩ সেনাকে হত্যা করল পাকিস্তানি বাহিনী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৪, ২৩ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন বেশ কয়েক মাস পেরিয়ে গেছে। ধারণা করা হয়েছিল, তার প্রধানমন্ত্রী হওয়ার পর পাক-ভারত সম্পর্ক কিছুটা হলেও স্বাভাবিক হবে। কিন্তু দিনের পর দিন তার উল্টো ঘটনাই ঘটেছে। কলকাতা২৪ এমনই এক তথ্য জানিয়েছে।

রোববার ভারতের সীমানায় ঢুকে দেশটির ৩ সেনা সদস্যকে হত্যা করেছে পাকিস্তানি সেনারা। তবে ভারতীয় সেনাদের পাল্টা আক্রমণে ২ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে ভারত দাবি করছে।

নিহত তিন সেনা সদস্যরা হলেন হাবিলদার কওশল কুমার, ল্যান্স নায়েক রজনীত সিং ও রাইফেলম্যান রজত কুমার বাসান। এছাড়াও রাকেশ কুমার নামের এক সেক্টর রাইফেলম্যান আহত হয়েছে।

খবরে বলা হয়েছে, পাকিস্তান সেনারা ভারতের সীমান্তের ৫০ মিটার ভেতরে ঢুকে এ হামলা চালায়। ‘বর্ডার অ্যাকশন টিম’ নামে ওই সেনাদের কাছে যুদ্ধ করার মতো প্রচুর গোলাবারুদ ছিল।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত