ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

ভারতে মদ না পেয়ে স্যানিটাইজার পান, সাতজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩০, ২৫ এপ্রিল ২০২১  

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

ভারতের মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি মোকাবিলায় চলছে লকডাউন। এ সময় মদ কিনতে না পেরে নেশার টানে স্যানিটাইজার খেয়ে সাতজনের মৃত্যু হয়েছে। তারা সবাই শ্রমিক ছিলেন।

মহারাষ্ট্রের যাভাৎমাল জেলার বানি গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিরা সবাই মদ কিনতে চেয়েছিলেন। কিন্তু লকডাউনের কারণে দোকান বন্ধ ছিল। মদের নেশায় তারা অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার পান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাদের মৃত্যু হয়।

ভারতে স্যানিটাইজার খেয়ে মৃত্যুর ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। এর আগে সংক্রমণের প্রথম পর্যায়ে গত বছর অন্ধ্রপ্রদেশেও একই রকম ঘটনা ঘটেছিল। সেখানে মদের নেশায় স্যানিটাইজার খেয়ে ১০ জনের মৃত্যু হয়েছিল। 

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত