ঢাকা, ২১ মে, ২০২৫
সর্বশেষ:

ভারতে বন্যায় মৃত্যু ৯১ জনের, ক্ষতিগ্রস্ত ৯৬ লাখ মানুষ

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮, ১৬ আগস্ট ২০১৭  

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বন্যায় অন্তত ৯১ জন মারা গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৬ লাখেরও বেশি লোক। বুধবার দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা একথা জানান।

সূত্র মতে, গত তিন দিনের প্রচুর বৃষ্টিতে নতুন করে বন্যা দেখা দিয়েছে। বিহারের ১২টি জেলা বন্যায় তলিয়ে গেছে এবং পরিস্থিতির অবনতি ঘটছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার সংবাদ মাধ্যমকে বলেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। একটানা বৃষ্টি ও পানির স্তর বেড়ে যাওয়ায় ক্ষতির পরিমাণও বাড়ছে।

বন্যার কারণে কয়েক হাজার বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। কর্তৃপক্ষ বন্যাদুর্গতদের জন্যে আশ্রয় শিবির খুলেছে। এছাড়া স্থানীয় সরকার মৃতদের প্রত্যেক পরিবারকে ৬ হাজার ২শ ১৬ মার্কিন ডলার ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে। সিনহুয়া।


নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত