ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ:

ভারতে বন্যা ও ভূমিধসে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৫, ২৫ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ২০:৩৩, ২৫ সেপ্টেম্বর ২০১৮

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা এবং ভূমিধসে পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং জাম্মু ও কাশ্মীরে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস

জানা গেছে পাঞ্জাবে বাড়ির ছাদ ধসের দুই ঘটনায় মারা গেছেন পাঁচজন। ড্রেনে গাড়ি পড়ে ১২ বছর বয়সী ছেলেসহ তার বাবা নিহত হয়েছেন। আর আট বছর বয়সী এক মেয়ে খাদে ডুবে মারা গেছে। হিমাচলের বিয়াস নদীতে গাড়ি ভেসে গিয়ে মারা গেছেন তিনজন, পার্বতী নদীতে ভেসে গেছেন দুজন এবং এক মেয়ে শিশু ও একজন পুরুষ ডুবে মৃত্যুবরণ করেছেন।

জাম্মু ও কাশ্মীরে ভূমিধসে একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। সেই সাথে পাহাড় থেকে পড়া পাথরের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে।

ভারতের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পাঞ্জাবের পাঠানকোট ও গুরদাসপুরে সর্বোচ্চ ২৪০ মিলিমিটার, হিমাচলের চাম্বা জেলায় ২২৫ মিলিমিটার এবং হারিয়ানার কার্নালে ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

নিউজওয়ান২৪.কম/টিআর

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত