ভারতে নয়া সেনাপ্রধান রাওয়াতের নিয়োগ কি রাজনৈতিক!
বিশ্ব সংবাদ ডেস্ক

লে. জেনারেল রাওয়াত -ফাইল ফটো
অন্যান্য দেশে দুইএকজন এমনকি উপরের ছয়জনকে টপকে সেনাপ্রধান করার উদাহরণ থাকলেও ভারতে সাধারণত জ্যেষ্ঠতম জেনারেলকেই সেনাপ্রধান করা হয়। কিন্তু এবার সেই নয়িম ভাঙ্গা হয়েছে। নিয়মভাঙার এই যাত্রায় জ্যেষ্ঠ দুজন (কারও মতে তিনজন) সেনা কর্মকর্তাকে ডিঙিয়ে লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতকে নয়া সেনাপ্রধান নিয়োগ দিয়েছে সরকার।
এ ঘটনা দেশটিতে রাজনৈতিক অঙ্গনে এমনকি সামরিক অঙ্গনেও বিতর্ক তৈরি হয়েছে। রাওয়াতের নিয়োগকে ‘বিস্ময়কর’, ‘হুজুগের বশে’ ‘রাজনৈতিক’ উদ্দেশ্যে নেওয়া সিদ্ধান্ত উল্লেখ করে এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যাখ্যা দাবি করেছে বিরোধী দল।
এদিকে এনডিটিভি জানায়, সর্বশেষ ৩৩ বছর আগে ১৯৮৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেনাপ্রধান নিয়োগে জ্যেষ্ঠতা উপেক্ষা করেছিলেন। তখন প্রথা ভেঙে জেনারেল এস কে সিনহাকে এড়িয়ে জেনারেল এ এস বৈদ্যকে সেনাপ্রধান করা হয়।
রাওয়াতকে সেনাপ্রধান নিয়োগের সমালোচনা করে বিরোধী দল কংগ্রেস ও বামফ্রন্ট বলছে, ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ এই নিয়োগ দিয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার।
একে ‘প্রতিষ্ঠান নিয়ে খেলা’ আখ্যা দিয়ে কংগ্রেস নেতা মনীষ তিওয়ারি রোববার বলেন, সরকার সেনাবাহিনীতে রাজনীতি করছে। তিনি একে ‘হুজুগের বশে’ নেওয়া এবং ‘বিস্ময়কর’ বলে মন্তব্য করেন।
মোদি সরকারের এই সিদ্ধান্তে প্রশ্ন তুলে সিপিআই নেতা ডি রাজা বলেন, সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, আগেই বিচার বিভাগে নিয়োগ বিতর্কিত হয়েছে। এছাড়া সিভিসি, সিবিআই পরিচালক এবং কেন্দ্রীয় তথ্য কমিশনে নিয়োগসহ শীর্ষ পর্যায়ের সব নিয়োগই খুব বিতর্কিত হচ্ছে।
তবে এসব সমালোচনার জবাবে ‘বিপিন রাওয়াতের নিয়োগকে নেতিবাচক হিসেবে দেখা ঠিক হবে না’ দাবি করে বিজেপির ন্যাশনাল সেক্রেটারি শ্রীকান্ত শর্মা বলেন, সবচেয়ে জ্যেষ্ঠ পাঁচজন কর্মকর্তার মধ্য থেকে নয়া সেনাপ্রধানকে বেছে নেওয়া হয়েছে, যিনি সব দিক দিয়ে দক্ষ।
তার মতে, বিষয়টিকে ‘রাজনৈতিক’ চেহারা দিয়ে কংগ্রেস ধারাবাহিক নির্বাচনী ব্যর্থতার ‘হতাশার’ বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।
রাওয়াতকে নিয়ে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের মাঝের মতভেদও প্রকাশ্যে চলে এসেছে।
সাবেক সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী জানান, সেনাপ্রধানের যে ধরনের অভিজ্ঞতা প্রয়োজন বিপিন রাওয়াতের তা আছে বলে তিনি মনে করেন না।
তিনি বলেন, এই নিয়োগ পুরো সেনাবাহিনীতে কী প্রভাব ফেলবে সেটা নিয়ে আমি হতাশ ও উদ্বিগ্ন।
তিনি আরও বলেন, যদিও সেনাপ্রধান নিয়োগ দেওয়ার অধিকার শুধু সরকারের, তারপরও এই সিদ্ধান্ত বিতর্কের সূচনা করেছে, যা সেনাবাহিনীর মধ্যে বড় ধরনের বিভেদ সৃষ্টি করতে পারে।
তবে শঙ্কর রায়ের সঙ্গে দ্বিমত জানিয়ে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন বলেন, আমি শুধু সর্বোচ্চ পদ থেকে সেনাপ্রধান বেছে নেওয়ার পক্ষে। এটা নিয়ে রাজনীতির কিছু নেই। ভারতীয় সেনাবাহিনী রাজনীতির ঊর্ধ্বে।
তবে বিজেপি সরকার ও রাওয়াতের নিয়োগ সমর্থনকারীদের মতে, তিনি সংঘাতময় এলাকাগুলোতে (পাকিস্তান চীন সীমান্ত) অসাধারণ দক্ষতার প্রমাণ দিয়েছেন এবং গত তিন দশক ধরে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবস্থানে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন।
ভারতীয় সেনা সূত্র জানায়, পাকিস্তানের সঙ্গে লাইন অব কন্ট্রোল (এলওসি), চীনের সঙ্গে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) এবং উত্তরপূর্ব ভারতসহ অনেক এলাকায় রাওয়াত বিভিন্ন ‘অপারেশনাল’ দায়িত্ব সামলেছেন। বিদ্রোহী দমন অভিযানেও ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে তার।
এছাড়া সৈনিকদের সঙ্গে আচরণ, সমবেদনা এবং সিভিল সমাজের সঙ্গে ভঅরসাম্যপূর্ণ যোগাযোগেও তিনি অন্যদের থেকে অধিক পারঙ্গম বলে মনে করছে তার নিয়োগদাতা কর্তৃপক্ষ।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গত শনিবার বর্তমানে উপসেনাপ্রধানের দায়িত্বে থাকা লে. জেনারেল রাওয়াতকে নয়া সেনাপ্রধান নিয়োগ দেয়। আগামী ৩১ ডিসেম্বর বিকেলে চিফ হিসেবে দায়িত্ব বুঝে নেওয়ার কথা রয়েছে তার।
প্রসঙ্গত, ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর ভারতীয় সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন ব্রিটিশ নাগরিক জেনারেল রবার্ট ম্যাকগ্রেগর ম্যাকডোনাল্ড লোকহার্ট রব লোকহার্ট। একই বছরের ৩১ ডিসেম্বর তিনি অবসরে গেলে তার স্থলাভিষিক্ত হন আরেক ব্রিটিশ জেনারেল ফ্রান্সিস রবার্ট রয় বুচার ওরফে রয় বুচার।
এরপর ১৯৪৯ সালের জানুয়ারিতে জেনারেল (পরবর্তীতে ফিল্ড মার্শাল) কোদানডেরা মাদাপ্পা কারিয়াপ্পা প্রথম ভারতীয় হিসেবে সেনাপ্রধানের দায়িত্ব পান। প্রসঙ্গত, চিরবৈরী দেশ পাকিস্তানও একইবছরে (১৯৪৭) স্বাধীন হওয়ার পর থেকে দেশটিতে পরপর দুজন সেনাপ্রধান ছিলেন ব্রিটিশ। এরপর জেনারেল আইয়ুব খান প্রথম পাকিস্তানি হিসেবে সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন।
নিউজওয়ান২৪.কম/এসএল
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন