ভারতে গরু মন্ত্রণালয় হচ্ছে
বিশ্ব সংবাদ ডেস্ক

মানুষের জন্য মন্ত্রণালয় এটা আমরা সবাই জানি, কিন্তু এবার ভারতে গরুর জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের ভাবনা-চিন্তা চলছে। উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে সংবাদ সম্মেলনে বিজেপির সভাপতি অমিত শাহ এমনটা জানিয়েছেন।
তিনি বলেন, ভারতে গরুর জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের চিন্তা-ভাবনা চলছে।
আউটলুক ইন্ডিয়া জানায়, সংবাদ সম্মেলনে অমিত শাহকে প্রশ্ন করা হয়, সাধু-সন্তদের একটা দীর্ঘদিনের দাবি ছিল পৃথক গো-মন্ত্রণালয়ের। ভারতীয় জনতা পার্টি যখন কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় রয়েছে, এ নিয়ে সরকার কোনো চিন্তা-ভাবনা করছে কিনা। জবাবে তিনি বলেন, অনেক পরামর্শ, দরখাস্ত এসেছে। এ নিয়ে চিন্তা-ভাবনা চলছে।
এ সময় তার পাশেই ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যিনি বেশ কয়েক বছর আগেই গো-রক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আলাদা মন্ত্রণালয় তৈরির দাবি জানিয়েছিলেন।
ভারতে একটি রাজ্যে গরুদের জন্য আলাদা মন্ত্রণালয় রয়েছে।
রাজস্থানের বিজেপি শাসিত সরকারের অধীনে গো-পালনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং একটি নির্দেশনালয় রয়েছে।
দুই মন্ত্রী ছাড়াও সেখানে ডিরেক্টর থেকে শুরু করে চতুর্থ শ্রেণির কর্মীসহ সব মিলিয়ে ২৩ জন কাজ করেন।
কেন্দ্রীয় সরকার আর অন্য সব রাজ্যেই গো-পালনের বিষয়টি প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের আওতাধীন। তবে কয়েকটি বিজেপি শাসিত রাজ্যে আইন করে গো-রক্ষা কমিশন তৈরি হয়েছে।
তারা গো-পালন, গরু পাচার রোধ প্রভৃতি কাজ দেখাশোনা করে থাকে।
হরিয়ানাতে আবার গো-রক্ষার জন্য পুলিশের একটি বিশেষ বাহিনীও রয়েছে। কেন্দ্রীয় সরকার যদি গরুর জন্য আলাদা মন্ত্রণালয় তৈরি করে, তার কাজ কী হবে, কেমন হবে সেটির আকৃতি, তা নিয়ে অবশ্য এখনও কিছুই জানা যায়নি।
নিউজওযান২৪.কম
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন