ভারতীয় ৮ সৈন্যকে হত্যা ও একজনকে আটকের দাবি পাকিস্তানের
বিশ্ব সংবাদ ডেস্ক

পাকিস্তান দাবি করেছে তারা বৃহস্পতিবার আট ভারতীয় সৈন্যকে হত্যা ও একজনকে আটক করেছে। আটক ভারতীয় সৈন্যর নাম চান্দুলাল চৌহান বলে জানা গেছে।
পাকিস্তানি মিডিয়া ডন.কম ওই সৈন্যের নাম-পরিচয় প্রকাশ করেছে। ডন প্রকাশিত খবর অনুযায়ী চান্দুলাল চৌহানের বয়স ২২, পিতা- বাশান চৌহান, ধর্ম- হিন্দু, রাজ্য মহারাষ্ট্র।
পাকিস্তান দাবি করেছে, ভারতীয় সৈন্যদের গুলিতে দুই পাকিস্তানি সৈন্য নিহতের ঘটনার ধারাবাহিকতায় পাকিস্তানিদের গুলিতে ভারতীয় সৈন্য হতাহত ও আটকের এ ঘটনা ঘটে।
এর আগে ভারতীয় মিডিয়া খবর দেয়, গত বুধবার গভীর রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতীয় সৈন্যদের চালানো ‘সার্জিক্যাল স্ট্রাইকে’ পাকিস্তান সেনাবাহিনীর ৯ সৈন্য নিহত হয়েছে। এ দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।
বৃহস্পতিবার দুপুরে নবভারত টাইমস এর অনলাইন সংস্করণ এ সংবাদ দেয়। নিউজ চ্যানেল টাইমস নাউয়ের সূত্র উল্লেখ করে পত্রিকাটি জানায়,গত বুধবার গভীর রাতে লাইন অব কন্ট্রোলের (এলওসি) ওপারে গিয়ে চালানো এ হামলায় ৪০ বিচ্ছিন্নতাবাদী জঙ্গিও নিহত হয়েছে।
তবে পাকিস্তানি সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির প্রভাবশালী মিডিয়া ডন জানায়,আজাদ জম্মু-কাশ্মিরের এলওসির ওপার থেকে চালানো ভারতীয় সৈন্যদের গুলিতে দুজন পাকিস্তানি সেনা নিহত ও একজন আহত হয়েছে। অবশ্য ভারতীয় সেনা ও মিডিয়া সূত্রগুলো জানায়, বুধবার রাত আড়াইটায় ভারতীয় সেনারা এলওসির ওপারে থাকা জঙ্গিদের ঘাঁটিতে হানা দেয়।
এদিকে, ডন.কম জানায় কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর তাত্তাপানি এলাকায় ভারতীয় সৈন্যদের সঙ্গে পাকিস্তানি সৈন্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে আট ভারতীয় সৈন নিহত হয় এবং চান্দুলাল নামে ভারতীয় সৈনিককে জীবিত আটক করে তারা।
ডন জানায়, তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে পাকিস্তান সেনাবাহিনী।
এদিকে, পাকিস্তান এয়ারফোর্স (পিএএফ) জানিয়েছে, দেশের আকাশসীমা জে কোনো মূল্যে রক্ষা করবে তারা। ডন জানায়, বিদেশি আগ্রাসনের সমুচিত জবাব দিতে পিএএফ সদা সচেতন ও প্রস্তুত বলে দাবি করে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র।
নিউজওয়ান২৪.কম/একে
ভারতীয় সেনাদের সার্জিক্যাল স্ট্রাইকে নিহত ৯ পাকিস্তানি সেনা!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন