ঢাকা, ১৪ মে, ২০২৫
সর্বশেষ:

ব্যাংককে সন্ত্রাসীদের গোলাগুলিতে পড়ে ২ পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৮, ৯ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাতচাথিউয়ি এলাকায় সন্ত্রাসীদের সংঘর্ষের মধ্যে পড়ে এক ভারতীয়সহ দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রোববার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

ব্যাংকক পুলিশ কর্মকর্তা সেনিত সামারারন সামরুয়াজকিত জানান, রাতচাথিউয়ি এলাকার একটি ভারতীয় রেস্তোরাঁয় রাতের খাবার শেষে গাড়ি পার্কিংয়ের স্থানে বাসের জন্য অপেক্ষা করছিলেন ভারতীয় পর্যটক গাখরেজ ধিরাজ (৪২) ও লাওসের পর্যটক কেওবোংসা থোনেকেও (২৮)।

পর্যটকরা যখন ওই পার্কিং লটে অপেক্ষা করছিলেন তখন পেছনের একটি গলির স্নুকার ক্লাব থেকে দুই দল তরুণ বের হয়ে এসে মারামারিতে লিপ্ত হয়, এরপর দ্রুত এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। এমন সময় ওই দুই পর্যটক গুলিবিদ্ধ হন। 

তিনি জানান, তাৎক্ষণিক তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অন্যান্য আহতদেরও ঘটনাস্থলের নিকটবর্তী এই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত