ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

‘ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান সীমিতকরণ দরকার হতে পারে’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:২২, ২৪ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমানে দেশে ব্যাংকিং খাত ভালো আছে, তবে এ খাত বড় হয়ে গেছে।  ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দুটোই বেশি। এটা মনে হয়, একটু সীমিতকরণ দরকার হতে পারে।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি সব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, কীভাবে আর্থিক প্রতিষ্ঠানকে রিফোর্ম করা যায়, সে বিষয়েই আলোকপাত করা হবে। এ রিপোর্টে প্রধানত ব্যাংকিং খাত সংস্কারের কথা থাকবে। তবে, শুধু ব্যাংকিং খাতই নয়, পুরো আর্থিক খাতের সংস্কারের বিষয়ে রিপোর্টে উল্লেখ থাকবে।

আগামীতে ব্যাংকিং খাত নিয়ে আপনার পরামর্শ কী থাকবে- জানতে চাইলে তিনি বলেন, আমি জানি না। আমি এখনও সেটা তৈরি করিনি। এটা কোনো সিক্রেট কিছু হবে না। এটা মিডিয়াকে জানিয়ে দেয়া হবে।
 
নির্বাচনকালীন সরকারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা এ মাসেই গঠন হতে পারে।’

নিউজওয়ান২৪/এমএম

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত