ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

বেড়েছে ডিম ও সবজির দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৪, ২৬ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

গত সপ্তাহে ডিমের ডজন ৮৮টাকা হলেও এখন তা বিক্রি হচ্ছে ১০৫টাকায়। তবে সবজির দাম তুলনামূলক ভাবে বেশি।

শুক্রবার সকালে রাজধানীর মহাখালি, রামপুরা, মোহাম্মদপুরের কৃষি মার্কেট ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

এক কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০টাকায়। ফূল কপি, পাতা কপি এক পিস বিক্রি হচ্ছে ৩৫থেকে ৪০টাকায়। লাউ প্রতি পিস (মাঝারি) ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। শসা এক কেজি ৪০টাকা, গাজর এক কেজি ৮০টাকা, ধনে পাতা ১০০গ্রাম ২০টাকা, শিম এক কেজি ৮০টাকা, করলা এক কেজি ৩৫ থেকে ৪০ টাকা, উচ্ছে এক কেজি ৬০টাকা, কাঁচা মরিচ এক কেজি ৬০টাকা, চিচিংগা, পটল, ধেঁড়স, ঝিঙা, ধুনদল, কাকরল বিক্রি হচ্ছে ৩০-৪০টাকা কেজি।

তবে শীতের আগাম সবজির দাম বেশি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বাজার করতে আসা মুস্তাহিদুর রহমান বলেন, বেশিরভাগ সবজির দামই বেশি। কি কিনব। বুঝতে পারছিনা।

মহাখালি কাঁচা বাজারের সবজি বিক্রেতা রজব আলি বলেন, সরবরাহ কম, তাই দাম বেশি। মাছের দাম স্থিতিশীল রয়েছে। মাংসও বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই।

এক আটি লাউ শাক বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়, ডাটা শাক এক আটি বিক্রি হচ্ছে ২০/২৫ টাকায়, লাল শাক বিক্রি হচ্ছে ৮ থেকে ১০টাকায়।

নিউজওয়ান২৪/জেডএস

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত