ঢাকা, ১৪ মে, ২০২৫
সর্বশেষ:

বুলগেরিয়ায় সাংবাদিক খুনের দায়ে জার্মানিতে গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২১, ১০ অক্টোবর ২০১৮  

টিভি উপস্থাপক ভিক্টোরিয়া মারিনোভা

টিভি উপস্থাপক ভিক্টোরিয়া মারিনোভা


বুলগেরিয়ায় টিভি উপস্থাপক ভিক্টোরিয়া মারিনোভাকে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত অভিযোগে জার্মানি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

তার নাম সেভেরিন ক্রাসিমিরভ বলে জানিয়েছে বুলগেরিয়ার কর্তৃপক্ষ।

বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এমলাদেন মারিনভ বলেন, উপস্থাপককে হত্যার ঘটনাস্থল থেকে উদ্ধার করা ডিএনএ’র সঙ্গে গ্রেপ্তার ব্যক্তির ডিএনএ’র মিল পাওয়া গেছে।
 
উপস্থাপক মারিনোভা একটি টিভি টকশো উপস্থাপনা করতেন। যেখানে রাজনীতিক ও ব্যবসায়ীদের দুর্নীতি নিয়ে আলোচনা করা হয়।

তবে বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য প্রমাণ বলছে, পেশাগত কারণে মারিনোভা খুন হননি।

মামলার প্রধান প্রসিকিউটর বলেন, আমাদের কাছে মনে হচ্ছে ঘটনাটি আকস্মিক যৌন আক্রমণ। তবে সকল দিকই আমরা খতিয়ে দেখছি।

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত