ঢাকা, ২৪ মে, ২০২৫
সর্বশেষ:

বিদায় তামিলদের ‘আম্মা’ জয়ললিতা

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৩, ৬ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০২:৪৩, ৮ ডিসেম্বর ২০১৬

নিজের পৃষ্ঠপোষক ও তামিল ছবির আরেক কিংবদন্তী পরিচালক-প্রযোজক-অভিনেতা ও পরে রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী এমজি রামাচন্দন ওরফে এমজিআর-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন জয়ললিতা ২০১৫ সালের মে মাসে হাইকোর্ট কর্তৃক দুনীতির অভিযোগ থেকে খালাস পাওয়ার পর

নিজের পৃষ্ঠপোষক ও তামিল ছবির আরেক কিংবদন্তী পরিচালক-প্রযোজক-অভিনেতা ও পরে রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী এমজি রামাচন্দন ওরফে এমজিআর-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন জয়ললিতা ২০১৫ সালের মে মাসে হাইকোর্ট কর্তৃক দুনীতির অভিযোগ থেকে খালাস পাওয়ার পর

লাখো-কোটি ভক্ত অনুরাগীকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন আম্মা। কে সেই ‘আম্মা’? তিনি জয়ললিতা।

সোমবার গভীর রাতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অ‌্যাপোলো হাসপাতালে ৬৮ বছর বয়সে তার মৃত‌্যু হয়। অবশ্য অবস্থার অবনতি হলে এর আগে সন্ধ্যায় কয়েকটি টিভি চ্যানেলে তার মৃত্যু সংবাদ প্রচার করা হয়। এরপর জয়ললিতার দল অল ইন্ডিয়া আন্না মুনেত্রা কাজাঘম (এআইডিএমকে)-এর অফিসে দলীয় পতাকা অর্ধনমিতও করে ফেলা হয়েছিল।

তবে পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় লাইফ সাপোর্টে আছেন জয়ললিতা। তখন দলীয় পতাকা ফের স্বাভাবকি স্থানে তোলা হয়। কিন্তু শেষ পর্যন্ত পতাকা ফের অর্ধনমিত করা হলো কয়েখ ঘণ্টা পরই- এবার জয়ললিতার মৃত্যুসংবাদ নিশ্চিত করেছে হাসপাতাল কর্তপক্ষসহ তার দল ও পরিবার।

অবশ্য গত কয়েকদিন ধরেই জয়ললিতার সম্ভব্য মৃত্যুর খবর নিয়ে জল্পনা-কল্পনা চলছিল।

গত তিন মাস ধরে অ্যাপোলেতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তিনি ছিলেন তামিল সিনেমার জনপ্রিয় নায়িকা। পরে রাজনীতিতে এসে পাঁচ মেয়াদে (১৯৯১ থেকে ২০১৬) তামিলনারুর মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্য শাসন করেন। আর ভঅরতীয় রাজনীতির কেন্দ্র দিল্লিতে সমাসীন না হয়ে রাজ‌্যের গণ্ডির মধ‌্যে থেকেই কেন্দ্রীয় রাজনীতির রাজা-উজিরদের নিয়ন্ত্রা প্রভাবশালী রাজনৈতিক বসদের একজন ছিলেন তিনি।

তিনি জয়ললিতা- তামিলনারুর অতি জনপ্রিয় নেতা জয়ললিতা জয়রাম।

ছিল অন্ধকারও
তামিলনারু এবং ভারতের ব্যাপক জনপ্রিয় জয়ললিতা রাজনৈতিক জীবনে ব্যাপক সাফল্য-গৌরবের সঙ্গে সঙ্গে ব্যর্থতাও ছিল- ছিল ‍বড় ধরনের দুর্নীতির অভিযোগও। তিনি ছিলেন ভারতের কোনো রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী যাকে দুর্নীতির দায়ে অযোগ্য ঘোষণা করা হয়। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বরের অবৈধ আয় বহির্ভূত সম্পদের জন্য তাকে এমন পরিসিইথতির মুখে পড়তে হয়। তবে পরেরর বছর ১১ মে কর্নাটক হাইকোর্ট তাকে এই মামলা থেকে খালাস দেয়। এরপর ২৩ মে হারানো মুখমন্ত্রীর পদ ফিরে পান।

২০১৬ সালের ১৯ মে ফের নির্বাচিত হন এবং ষষ্ঠবারের মতো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ২৩ মে।

অভিনয় সাম্রাজ্য

গত শতাব্দীর ১৯৬১ থেকে ১৯৮০ সাল পর্যন্ত সময়ে তামিল, তেলেগু, কানাড়া ও হিন্দি মিলিয়ে ১৪০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

নিখুঁত অভিনয় আর নাচে অসাধারণ পারদর্শীতা তাকে তার সময়ে তামিল সিনেমায় অপ্রতিদ্বন্দ্বী নায়িকার আসনে অধিষ্ঠিত করে। তামিল সিনেময় তিনি ছিলেন সম্রাজ্ঞীর আসনে। আর রাজনীতিতে এসেও নিজ রাজ্যে ছিলেন রাজার আসনে।

নিউজওয়ান২৪.কম/একে

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত