ঢাকা, ২৪ মে, ২০২৫
সর্বশেষ:

বিদায়, কিউবা বিপ্লবের মহান নায়ক ক্যাস্ত্রো

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৩:০৪, ২৬ নভেম্বর ২০১৬   আপডেট: ১৪:০৯, ২৮ নভেম্বর ২০১৬

অপর বিপ্লবী সহযোদ্ধা চে গুয়েভারার সঙ্গে               -ফাইল ফটো

অপর বিপ্লবী সহযোদ্ধা চে গুয়েভারার সঙ্গে -ফাইল ফটো

৯০ বছর বয়সে মারা গেছেন কিউবা বিপ্লবের মহান নায়ক ফিদেল ক্যাস্ত্রো। শনিবার (বাংলাদেশ সময়) কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ‌্যমগুলো এ খবর দিয়েছে।

প্রবল পরাক্রম বিশ্ব শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগের ডগায় থাকা কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লব সাধনের পর প্রায় অর্ধ শতাব্দী কাল দেশ শাসন করেন এই বিশ্বজুড়ে বিপ্লবীদের পথপ্রদর্শক এই নেতা। বিদেশি গুপ্তঘাতক বহুবার তাকে হত্যার চেষ্টা করেও সফল হয়নি।

স্বাস্থ্যগত কারণে গত দশ বছরে খুব একটা জনসমক্ষে আসেননি তিনি। 

২০০৮ সালে সহোদর রাউল কাস্ত্রোর হাতে রাষ্ট্রীয় ক্ষমতার ভার ছেড়ে দেন তিনি। এরপর থেকে অবসর যাপন করছিলেন তিনি।

কাস্ত্রোকে বহুবার হত্যাচেষ্টা করা হয়। সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান।

নিউজওয়ান২৪.কম/আরকে

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত