বাংলাদেশের কাছে হেরেই চলেছে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত
মানব পুঁজিতে পাকিস্তানের চেয়ে তিন ধাপ এগিয়ে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক চিকিৎসা ও জনস্বাস্থ্য বিষয়ক সাময়িকী ল্যানসেটে গতকাল মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিশ্বব্যাংকের অনুরোধেই ওই গবেষণা করা হয়েছে।
জানা গেছে, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ১৯৫ টি দেশের বিনিয়োগ নিয়ে সম্পূর্ণ নতুন ধরনের গবেষণা করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটের সিয়াটলে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের গবেষকরা। তারা ১৯৯০ থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশগুলোর তথ্য নিয়ে বিশ্লেষণ করেন। দেশগুলোর শিক্ষাগত অর্জন, গুণগত শিক্ষা, স্বাস্থ্য ও বেঁচে থাকার বিষয়গুলোর ওপর গুরুত্ব দেয়া হয় গবেষণায়। এই গবেষণার ওপর ভিত্তি করেই তৈরি হয় বিশ্ব মানব পুঁজির প্রতিবেদন। প্রতিবেদন অনুযায়ী মানব পুঁজিতে বাংলাদেশের অবস্থান ১৬১। আর পাকিস্তানের অবস্থান ১৬৪ তে।
অবশ্য অর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে এগিয়ে যাওয়া বাংলাদেশে জন্য নতুন নয়। এর আগে চলতি মাসের মাঝামাঝি প্রকাশিত ইউএনডিপির (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) ‘মানব উন্নয়ন প্রতিবেদন-২০১৮’ তে দেখা যায় মানব উন্নয়ন সূচকে পাকিস্তানের চেয়ে ১৪ ধাপ এগিয়ে বাংলাদেশ। ইউএনডিপির প্রতিবেদন অনুযায়ী ১৮৯ দেশের মধ্যে বাংলাদেশ ১৩৬তম অবস্থানে। আর বাংলাদেশের চেয়ে ১৪ ধাপ পিছিয়ে থেকে ১৫০ এ অবস্থান পাকিস্তানের।
শুধু মানব উন্নয়ন আর সামাজিক উন্নয়নেই নয় অন্যান্য ক্ষেত্রেও বাংলাদেশের কাছে হেরেই চলেছে পাকিস্তান। চলতি বছরের আগস্টে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েদের কাছে ১৪-০ গোলের লজ্জাজনক পরাজয় বরণ করতে হয় পাকিস্তানকে। আর ক্রিকেটে সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান।
এশিয়া কাপে আজ বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের অলিখিত সেমিফাইনাল। হারের ধারা বজায় রেখে আজও কি হারবে পাকিস্তান? আর জয়ের ধারা অব্যাহত রেখে পাকিস্তানকে হারাবে বাংলাদেশ? সমগ্র বাঙালি জাতির আজ প্রত্যাশা থাকবে বাংলাদেশের জয়, পাকিস্তানের ধারাবাহিক পরাজয়।
নিউজওয়ান২৪/এমএস
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন