ঢাকা, ২৯ মার্চ, ২০২৪
সর্বশেষ:

ফের পর্যটক ভিসা চালু হলো ভারতে

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২১:০২, ১৭ মার্চ ২০২২  

ফাইলে ফটো

ফাইলে ফটো

মহামারির করোনাভাইরাসের  কারণে দীর্ঘ ২ বছর পর্যটন ভিসা বন্ধ থাকার পর ফের ই-ট্যুরিস্ট সেবা চালু করেছে ভারত। বাংলাদেশসহ ১৫৬টি দেশের নাগরিকদের ট্যুরিস্ট ও ই-ট্যুরিস্ট ভিসায় ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

বুধবার (১৬ মার্চ) এ ঘোষণা দেওয়া হয়েছে। -খবর এনডিটিভির।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, ট্যুরিস্ট এবং ই-ট্যুরিস্ট ভিসা পাওয়া বিদেশি নাগরিকরা স্থল সীমান্ত বা নদীপথ ব্যবহার করে ভারতে প্রবেশ করতে পারবে না। কেবলমাত্র নির্ধারিত সমুদ্র বন্দর এবং বিমানবন্দর ব্যবহার করে ভারতে প্রবেশ করতে পারবে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, করোনার আগেই যারা টুরিস্ট ভিসা পেয়েছিলেন, তাদের ভিসার মেয়াদ থাকলে বৈধ ভিসাধারীরা এখন থেকে ভারত ভ্রমণ করতে পারবেন। এছাড়া নতুন করেও সর্বোচ্চ পাঁচ বছরের জন্য টুরিস্ট ভিসার আবেদনও করা যাবে।

‘বন্দে ভারত মিশন’ বা ‘এয়ার বাবল’ স্কিমের অধীনে থাকা ফ্লাইটগুলো কিংবা ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের অনুমোদিত যেকোনো ফ্লাইটে ভারত ভ্রমণ করতে পারবে পর্যটকরা।

নিউজওয়ান২৪.কম/রাজ

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত