প্রেমিকার বাড়ি নিমন্ত্রণ খেয়ে এসেই আত্মহত্যা!
নিউজওয়ান ডেস্ক
ছেলে ও মেয়ের পরিবারের আর্থিক এবং সামাজিক অবস্থানে অনেক ফারাক। মেয়ের বাবা পেশায় স্কুল শিক্ষক আর ছেলের বাবা পেশায় হকার। আর সেই সামাজিক বৈষম্যের কারণেই মেয়ের প্রেমিককে বাড়িতে নিমন্ত্রণ করে ডেকে নিয়ে গিয়ে চরম অপমান করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ প্রেমিকা ও তার পরিবারের বিরুদ্ধে।
ভারতের নদিয়ার ধানতলায় এক কলেজ ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। মৃত ওই কলেজ ছাত্রের নাম সুরজিৎ মজুমদার।
বগুলা শ্রীকৃষ্ণ কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র সুরজিৎ আত্মহত্যার আগে একটি কাগজে তার প্রেমিকা এবং প্রেমিকার বাবা ও মাকে দায়ী করে সুসাইড নোটও লিখে গিয়েছে বলে দাবি মৃতের পরিবারের।
সূত্রে জানা যায়, ধানতলা থানার বরবরিয়া কলোনির পূর্ব পাড়ার বাসিন্দা সুবোধ মজুমদার পেশায় হকার। বিভিন্ন মেলায় বাদাম বিক্রি করে বহু কষ্ট করে শারীরিক প্রতিবন্ধী সুবোধবাবু তাঁর একমাত্র সন্তান সুরজিৎ মজুমদারকে উচ্চশিক্ষা দেওয়ার চেষ্টা করছিলেন। বিএ প্রথম বর্ষের ছাত্র সুরজিৎ লেখাপড়ায় ভালও ছিল।
জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরে পানিখালির বাসিন্দা এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল সুরজিতের। অভিযোগ, গত কয়েক মাস আগে ওই যুবতী জানতে পারে সুরজিতের বাবা পেশায় হকার এবং তাঁদের নিজেদের পাকা বাড়িও নেই। এই বিষয়টি জানার পর থেকেই সামাজিক বৈষম্যকে সামনে রেখে সুরজিতের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে তাঁর প্রেমিকা।
অভিযোগ, তার পরও সুরজিৎ সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করলে গত বুধবার ওই যুবতী নিমন্ত্রণ করে সুরজিৎকে বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানেই ওই প্রেমিকা, তাঁর পেশায় স্কুল শিক্ষক বাবা ও মা সুরজিৎকে চরম অপমান করেন। আর এর পরই বাড়ি ফিরে রাতে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সুরজিৎ।
বৃহস্পতিবার ধানতলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। সেখানে সুরজিৎ নিজের মৃত্যুর জন্য তাঁর প্রেমিকা এবং তাঁর বাবা ও মাকে দায়ী করেছেন। শুক্রবার সুরজিতের পরিবার ধানতলা থানায় ওই প্রেমিকা ও তাঁর পরিবারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রেমিকা এবং তাঁর পরিবার। তাঁদের সন্ধান শুরু করেছে ধানতলা থানার পুলিশ।
নিউজওয়ান২৪.কম
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন