ঢাকা, ২৪ মে, ২০২৫
সর্বশেষ:

‘প্যারিস স্টাইল হামলা’! বার্লিনে ক্রিসমাস মার্কেটে ট্রাক, নিহত ১২

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১০:৫১, ২০ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০০:৪৫, ২৫ ডিসেম্বর ২০১৬

ঘটনার পর অকুস্থলে ছুটে আসে উদ্ধারকর্মীরা

ঘটনার পর অকুস্থলে ছুটে আসে উদ্ধারকর্মীরা

জার্মানির রাজধানী বার্লিনে সদা পর্যটকে পরিপূর্ণ ব্যস্ত ক্রিসমাস মার্কেটের ভিড়ে ট্রাক-লরি চাপায় অন্তত ১২ জন নিহত হয়েছে। সোমবারের মর্মান্তিক এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪৫ জন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থল ক্রিসমাস মার্কেটের অবস্থান কাইজার বিলহম মেমোরিয়াল চার্চের পাশেই।

বার্লিন পুলিশ জানায়, তারা ওই লরি থেকে একজনকে আটক করেছে। আটক ব্যক্তি লড়ি চালক বলে ধারণা করা হচ্ছে। এছাড়া গাড়ির ভেতরেই অপর আরোহীর মৃত‌্যু হয়েছে।

তবে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি এটা নিছক দুর্ঘটনা না সন্ত্রাসী হামলা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, আমি এখনি ‘হামলা’ শব্দটি ব্যবহার করতে চাচ্ছি না। যদিও বেশকিছু বিষয় একটা দিকে ইঙ্গিত করছে।

এ ঘটনা গত জুলাইয়ে ফ্রান্সের নিস শহরে চালানো ট্রাক-হামলার সঙ্গে কিছুটা তুলনীয়। ওই হামলায় একটি চলমান উৎসবে জনতার ভীড়ে ট্রাক উঠিয়ে দিয়ে ও গুলি করে ৮৬ জনকে হত্যা করা হয়। পরে নিরাপত্তাবাহিনী ওই হামলাকারীকে হত্যা করে।

এদিকে, ডিপিএ নিউজ এজেন্সি নিরাপত্তা বাহিনীর বরাতে দাবি করেছে, ট্রাক ড্রাইভার গত ফেব্রুয়ারিতে আফগানিস্তান বা পাকিস্তান থেকে জার্মানি এসেছিল।

প্যারিস হামলার দায় স্বীকার করেছিল মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস।

নিউজওয়ান২৪.কম/এসএ

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত