ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

পুতিন বেঁচে আছেন কি না সন্দেহ জেলেনস্কির

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২৩:২৬, ২০ জানুয়ারি ২০২৩  

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জীবিত কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের বার্ষিক সম্মেলনের বৈঠকে এমন মন্তব্য করেন জেলেনস্কি। তবে জেলেনস্কির এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। খবর ডেইলি মেইলের।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, জেলেনস্কির কাছে রাশিয়া ও পুতিন যে ‘বড় সমস্যা’ তা আবার স্পষ্ট হয়ে গেল। তিনি চান রাশিয়া ও পুতিনের অস্তিত্ব মুছে যাক। তবে তিনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন রাশিয়ার অস্তিত্ব আছে এবং থাকবে, ইউক্রেনের পক্ষে ততই মঙ্গল হবে।

এ বৈঠকে যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরুর প্রসঙ্গে জেলেনস্কি বলেন, কার সঙ্গে আলোচনা হবে সেটাই আমার কাছে স্পষ্ট নয়। পুতিন আদৌ বেঁচে আছেন কিনা, তা নিয়ে আমার সংশয় রয়েছে।

এর আগে ডিসেম্বরের শুরুর দিকে মার্কিন এক সংবাদমাধ্যম দাবি করেছিল পুতিন গুরুতর অসুস্থ। অসুস্থ অবস্থায় বাসভবনের সিঁড়ি থেকে পড়ে রুশ প্রেসিডেন্ট জখম হয়েছেন বলেও ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল।

নিউজওয়ান২৪.কম/এসএ

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত