পাসপোর্টে সবচেয়ে শাক্তিশালী দেশ জাপান
আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত
বিশ্বের বিভিন্ন দেশে প্রবেশের অনুমোদনের সংখ্যার দিক বিবেচনায় জাপানের পাসপোর্টকে এই মুহূর্তে বলা হচ্ছে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স ৯ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করে বলে জানায় সিএনএন।
এর আগে বিশ্বের ১৮৯টি গন্তব্যে প্রবেশের অনুমোদন নিয়ে সিঙ্গাপুর ছিল শীর্ষে। তবে চলতি বছরের জানুয়ারিতে পোর্ট এন্ট্রি ভিসায় মিয়ানমারে প্রবেশের অনুমতি পাওয়ায় সিঙ্গাপুরকে টপকে ১ নাম্বার অবস্থানে চলে আসে জাপান। সিঙ্গাপুরে এখন দ্বিতীয় অবস্থানে আছে। তাদের অনুমোদন আছে ১৮৯ গন্তব্যে।
আর তৃতীয় অবস্থানে আছে জার্মানি, তাদের সঙ্গে আছে ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। ১৮৮টি গন্তব্যে ভিসা ফ্রি অথবা ‘অন এ্যারাইভাল’ ভিসায় প্রবেশের অনুমতি আছে এই তিনটি দেশ অর্থাৎ জার্মানি, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সের।
হেনলি ইনডেক্সের প্রতিবেদন মোতাবেক মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেন অর্থাৎ যুক্তরাজ্যের অনুমোদন রয়েছে ১৮৬টি গন্তব্যে।
২০১৫ সাল থেকে তারা দুটি দেশ অর্থাৎ ব্রিটেন ও যুক্তরাষ্ট্র ৫ অবস্থানে রয়েছে। এই সময়ে তাদের নতুন কোনো গন্তব্য যোগ হয়নি এবং বাদ সাফল্য।
এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের শীর্ষে থাকা রাশিয়ার অবস্থান এ তালিকায় একাত্তর নাম্বারে, অপর প্রভাবশালী এবং শক্তিশালী অর্থনীতির দেশ চীনের অবস্থান ৪৭-এ।
তালিকা আরব আমিরাতের অবস্থান বেশ উন্নতি হয়েছে। ২০০৬ সালে তাদের অবস্থান ছিল ৬২ আর ২০১৮ তে এসে তা একুশে উত্তীর্ণ হয়েছে; যা উন্নয়ন একটি দেশের জন্য বেশ ইতিবাচক।
এখানে আরেকটি বিষয় বিশেষ লক্ষণীয়, তা হচ্ছে মিয়ানমার সাম্প্রতিক সময় বিশেষ করে এই অক্টোবর মাসেও কয়েকটি দেশকে ভিসা ফ্রি বা অন অ্যারিভাল ভিসার অনুমতি দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, মঙ্গলীয় নৃগোষ্ঠীভুক্ত শক্তিশালী দেশ জাপান, চায়না ও দক্ষিণ কোরিয়া।
এতে বোঝা যায়, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক টানাপোড়েন এবং চাপের মুখে থাকা মিয়ানমার মঙ্গোলিয়ান নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যমণ্ডিত দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে পাসপোর্ট কূটনীতি চালিয়ে যাচ্ছে সবার অলক্ষ্যে। এই বিষয়টি বাংলাদেশি নীতিনির্ধারক তথা শাসক কর্তৃপক্ষের নজরে আসা প্রয়োজন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
নিউজওয়ান২৪/এসআই
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন