পার্লামেন্ট যুদ্ধে ছেলের পরাজয়, মায়ের জয়
আন্তর্জাতিক ডেস্ক

মা জাহরা বুতুল (বামে), ছেলে সৈয়দ হারুন আহমদ সুলতান। ছবি: সংগৃহীত
পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের মুজাফফরগড় এলাকা নিয়ে গঠিত পিপি-২৭২ আসনে মা ও ছেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। মা জাহরা বুতুলের বিপক্ষে তার ছেলে সৈয়দ হারুন আহমদ সুলতান ভোটে দাঁড়ান। মা ক্ষমতাসীন তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রার্থী। আর ছেলে হারুন সুলতান ছিলেন একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
রোববার অনুষ্ঠিত উপনির্বাচনে একটি আসনে লড়াই হয়েছে মায়ের সঙ্গে ছেলের। ভোটের সেই লড়াইয়ে ছেলেকে পরাজিত করে এমপি নির্বাচিত হয়েছেন মা।
উপনির্বাচনে ওই আসনে পাঁচজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হয় মা ও ছেলের মধ্যে। মা বুতুল ২৪ হাজার ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন, আর ছেলে হারুন সুলতান পেয়েছেন ১৮ হাজার ৭২ ভোট।
জাহরা বুতুলের স্বামী আবদুল্লাহ শাহ বুখারিও পাকিস্তান পার্লামেন্টের সদস্য ছিলেন। আর গত জুলাইয়ে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তার বড় ছেলে বাসিত সুলতান এই আসন থেকে এমপি নির্বাচিত হন।
একই সঙ্গে বাসিত জাতীয় পরিষদের এনএ-১৮৫ আসন থেকেও নির্বাচিত হন। এরপর বাসিত আঞ্চলিক পরিষদের আসনটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনে দল থেকে মনোনয়ন দেয়া হয় মা জাহরা বুতুলকে। কিন্তু মায়ের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেন আরেক ছেলে হারুন আহমদ সুলতান।
মজার ব্যাপার হলো সুলতান বিগত সাধারণ নির্বাচনেও ভাই বাসিত সুলতানের বিপক্ষে প্রার্থী হয়েছিলেন। সেখানেও তিনি পরাজিত হন। তবে সুলতানও অতীতে তিনবার এমপি নির্বাচিত হয়েছিলেন, দুদফায় প্রাদেশিক পরিষদের মন্ত্রীও ছিলেন।
নিউজওয়ান২৪/এমএম
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন